বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে আফগানিস্তানের দল ঘোষণা

আগামী ২ অক্টোবর শুরু হবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ যথাক্রমে ৩ ও ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ অক্টোবর, বাকি দুই ম্যাচ খেলানো হবে ১১ ও ১৪ অক্টোবর।

নয়া দিগন্ত অনলাইন
আফগানিস্তানের দল ঘোষণা
আফগানিস্তানের দল ঘোষণা |সংগৃহীত

সূচি নির্ধারিতই ছিল, জানা ছিল এশিয়া কাপ শেষেই বাংলাদেশের সাথে সমান তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। আজ আসন্ন দুই সিরিজের জন্য দল প্রকাশ করলো আফগানরা।

সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া এই দুই সিরিজের জন্যই শক্তিশালী দপ্ল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তবে চোটের কারণে বাংলাদেশ সিরিজে নেই পেসার নাভিন উল হক।

আগামী ২ অক্টোবর শুরু হবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ যথাক্রমে ৩ ও ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ অক্টোবর, বাকি দুই ম্যাচ খেলানো হবে ১১ ও ১৪ অক্টোবর।

দুবাইয়েই হবে সিরিজের সবগুলো ম্যাচ।

টি-টোয়েন্টি স্কোয়াড-রশিদ খান, ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ অটল, ওয়াফিকুল্লাহ তারাখিল, ডারউইস রাসূলি, মোহাম্মদ ইসাক, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, শরাফউদ্দিন আশরাফ, নূর আহমেদ, মুজিব উর রহমান, ফরিদ মালিক, আব্দুল্লাহ আহমদজাই, বশির আহমেদ।

রিজার্ভ : মোহাম্মদ গাজানফার, রহমত শাহ।

ওয়ানডে স্কোয়াড- হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইকরাম আলিখিল (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ অটল, ডারউইস রাসূলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গিয়াল খারোটে, মোহাম্মদ গাজানফার, আব্দুল্লাহ আহমদজাই, বশির আহমেদ ও মোহাম্মদ সালিম সাফি।

রিজার্ভ : বিলাল সামি, ফারিদুন দাউদজাই