আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। চোটের কারণে জাতীয় দলে না থাকা জোফরা আর্চারকে বিশ্বকাপের দলে রেখেছে দুইবারের চ্যাম্পিয়নরা। ১৫ সদস্যের দলে নতুন মুখ জশ টাং।
২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ২০ দলের এই টুর্নামেন্ট মাঠে গড়াবে ৭ ফেব্রুয়ারি। বৈশ্বিক এই আসরের জন্য আগেভাগেই দল প্রকাশ করলো ইংল্যান্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মঙ্গলবার ১৫ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে ইংল্যান্ড। একই দল নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলবে তারা। যদিও সেই দলে থাকবেন না আর্চার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্ট খেলার সময় সাইড স্ট্রেইনে চোট পান আর্চার। তাতে সিরিজের বাকি অংশ থেকে ছিটকে পড়েন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও আর্চারকে পাবে না দলটি।
ওই সময় পুনর্বাসন চালিয়ে যাবেন তিনি। ফিট হয়ে সরাসরি বিশ্বকাপ দলে জায়গা নেবেন আর্চার। অন্যদিকে প্রথমবারের মতো ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে ডাক মিলেছে জশ টাংয়ের।
ইংল্যান্ডের জার্সিতে আট টেস্ট খেলা টাং স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন ২১টি। ১৯.০৩ গড়ে এই সংস্করণে ২৯ উইকেট নিয়েছেন তিনি। এ বছরের মেনস হান্ড্রেডে ১৪ উইকেট নিয়ে সেরা উইকেটশিকারি ছিলেন টাং।
নিউজিল্যান্ড সফরে ইংল্যান্ডের খেলা সবশেষ টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন বেন ডাকেট। বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যানকে ফেরানো হয়েছে বিশ্বকাপের দলে। ওই সফরের দলে না থাকা উইল জ্যাকসও আছেন বিশ্বকাপ ও শ্রীলঙ্কা সফরের দুই সংস্করণের স্কোয়াডে।
ওপেনার জ্যাক ক্রলিকে ফেরানো হয়েছে ওয়ানডে দলে। দেশের হয়ে আট ওয়ানডের সবশেষটি খেলেছেন তিনি দুই বছর আগে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
জেমি স্মিথ, জর্ডান কক্স ও কনুইয়ের চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে থাকা পেসার সাকিব মাহমুদের জায়গা হয়নি কোনো সংস্করণের দলে।
ইংল্যান্ডের বিশ্বকাপ দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জোফরা আর্চার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টাং, লুক উড।



