ভারতকে পুরো ইনিংস খেলতে দিলো না বাংলাদেশ। আল ফাহাদের দুর্দান্ত বোলিংয়ে ৪৮.৪ ওভারে ২৩৮ রানে গুটিয়ে গেছে ভারতীয় যুবারা। এবার ব্যাট হাতে ভালো করলেই যুব বিশ্বকাপে দারুণ শুরু আশা করাই যায়।
শনিবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ সময় বেলা দেড়টায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। বুলাওয়েতে টসে জিতে ভারতকে আগে ব্যাট করতে পাঠায় জুনিয়র টাইগাররা।
বল হাতে বাংলাদেশের পেসাররা ছিলেন দারুণ ছন্দে। আল ফাহাদ মাত্র ৩৮ রান খরচায় ৫ উইকেট শিকার করেন। এছাড়া জোড়া উইকেট শিকার করেন ইকবাল হোসেন ইমন ও আজিজুল হাকিম।
ভারতের ইনিংসের মাঝে বৈভব সূর্যবংশী ছিলেন আগ্রাসী। ৬৭ বলে ৭২ রানের ইনিংস খেলেন তিনি। অভিগান কুন্ডুর সাথে ভালো জুটি গড়ে তিনি ফিফটি পূর্ণ করেন। তবে কুন্ডু খেলেন দেখেশুনে।
১১২ বলে ৮০ রান নিয়ে আউট হন কুন্ডু। কানিশক চৌহান ২৬ বলে ২৮ রান করেন। বাকিদের আর কেউ বলার মতো রান পাননি।
এ ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় দেড়টায়। বৃষ্টির বাধায় শুরু হয় নির্ধারিত সময়ের পরে। ৩৯ ওভারের পর আরেকবার বৃষ্টি হানা দেয়। দু’ বারের বৃষ্টির বাধায় কমে গেছে ম্যাচের দৈর্ঘ্য। যুবা টাইগারদের লক্ষ্য তাড়া করতে হবে ৪৯ ওভারের মাঝে।



