টসে হেরে ফিল্ডিংয়ে শ্রীলঙ্কা, চাপে বাংলাদেশ

যেখানে অনেকটা ভালো অবস্থানে আসালাঙ্কারা। আগে ব্যাট করা আফগানিস্তানের কাছে অতিবড় কোনো ব্যবধানে না হারলেই, শেষ চার নিশ্চিত তাদের।

নয়া দিগন্ত অনলাইন
দুবাইয়ে টসে জিতে আগ ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান
দুবাইয়ে টসে জিতে আগ ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান |সংগৃহীত

শুরুতেই চাপে বাংলাদেশ। টস হেরেছে শ্রীলঙ্কা। দুবাইয়ে টসে জিতে আগ ব্যাট করার সিদ্ধান্ত আফগানিস্তানের। খেলা শুরু রাত সাড়ে ৮টায়।

এশিয়া কাপে বি গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। তবে এই ম্যাচে মাঠে না থেকেও আছে বাংলাদেশ। টাইগারদের ভাগ্যও যে জড়িয়ে আছে এই ম্যাচের সাথে।

এই ম্যাচটায় যদিও আফগানিস্তানের প্রতিপক্ষ লঙ্কানরা, তবে সত্যিকার অর্থে তাদের লড়াইটা বাংলাদেশের সাথে। এই ম্যাচের ফলের ওপর নির্ভর করবে আফগানদের সুপার ফোর। যেখানে অনেকটাই নির্ভার শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারিয়ে দেয়, তবে এশিয়া কাপে সরাসরি সুপার ফোরে নাম লেখাবে বাংলাদেশ। যদি আফগানরা জিতে যায়, তবে দেশের বিমান ধরতে হবে লিটন দাসদের।

যেখানে অনেকটা ভালো অবস্থানে আসালাঙ্কারা। আগে ব্যাট করা আফগানিস্তানের কাছে অতিবড় কোনো ব্যবধানে না হারলেই, শেষ চার নিশ্চিত তাদের।

আফগানিস্তান একাদশ: সেদিকুল্লাহ আতাল, রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, দারউইশ রসুলি, করিম জানাত, মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান (অধিনায়ক), মুজিব উর রহমান, নুর আহমেদ, ফজলহক ফারুকি।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশানকা, কুশল মেন্ডিস, কামিল মিশরা, কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়াল্লালাগে, দুশমন্ত চামিরা, নুয়ান থুসারা।