বিকল্প খুঁজে নিলো পাকিস্তান। আফগানিস্তানের বদলে জিম্বাবুয়েকে আমন্ত্রণ জানিয়েছে তারা। ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক পাকিস্তান ও শ্রীলঙ্কার সাথে খেলবেন সিকান্দার রাজারা।
আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের আয়োজন করেছিল পাকিস্তান। তবে পাকিস্তানের সাথে রাজনৈতিক অস্থিরতার কারণে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায় আফগানরা।
মূলত দিন দুয়েক আগে পাকিস্তানের বিমান হামলায় তিন স্থানীয় ক্রিকেটারসহ বেশ কয়েকজন বেসামরিক লোক নিহত হওয়ার পর আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) টুর্নামেন্ট থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়।
এমন পরিস্থিতিতে অনিশ্চিত হয়ে পড়ে ত্রিদেশীয় সিরিজের ভাগ্য। তবে নতুন দল খুঁজতে খুব বেশি সময় নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জিম্বাবুয়েকে দিয়ে পূর্ণ করেছে শূন্যস্থান।
তবে সিরিজের সময়সূচিতে পরিবর্তন আনেননি আয়োজকরা। ত্রিদেশীয় সিরিজটি শুরু হবে ১৭ নভেম্বর, পাকিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে খেলা। রাওয়ালপিন্ডিতেই হবে সবগুলো ম্যাচ।
রাউন্ডরবিন পদ্ধতিতে প্রতিটি দল পরস্পরের বিপক্ষে দু’বার করে খেলবে। গ্রুপ পর্বের পর ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।



