শান্তকে ছাড়াই বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ!

বিপিএলে দারুণ ফর্মে থাকলেও নাজমুল হোসেন শান্তকে ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড আইসিসিতে জমা দিয়েছে বাংলাদেশ। তবে ৩১ জানুয়ারি পর্যন্ত স্কোয়াড পরিবর্তনের সুযোগ থাকায় শান্তর জন্য বিশ্বকাপের দরজা এখনো খোলা রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
নাজমুল হোসেন শান্ত
নাজমুল হোসেন শান্ত |সংগৃহীত

আইসিসির নিয়ম অনুযায়ী চলতি সপ্তাহেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য একটি প্রাথমিক স্কোয়াড জমা দিতে হবে সব দলকে। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও জানা গেছে বাংলাদেশও ইতোমধ্যে সেই দল জমা দিয়েছে।

এদিকে গুঞ্জন ছড়িয়েছে বিশ্বকাপ দলে নাম নেই বিপিএলে দারুণ ছন্দে থাকা নাজমুল হোসেন শান্তর। উদ্বোধনী ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়ে নজরকাঁড়া শান্ত পরবর্তী ৩ ম্যাচেও পেয়েছেন রান।

৪ ইনিংসে ২০৩ রান করে এখন পর্যন্ত সর্বোচ্চ রানসংগ্রাহক শান্ত। ব্যাটিং গড় ৬৭.৬৬, স্ট্রাইকরেট ১৪৭.১০। এমতাবস্থায় ভাবা হচ্ছিল, হয়তো বিশ্বকাপ দলে তার জায়গা নিশ্চিত। তবে তা আর হয়নি।

বিসিবি সূত্রে জানা গেছে, বিপিএল নয়; বরং টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখদের নিয়েই স্কোয়াড সাজানো হয়েছে। অধিনায়ক লিটন দাস, দুই নির্বাচক আশরাফ হোসেন লিপু ও হাসিবুল হোসেন মিলে দল গঠন করেন।

যেখানে শান্তকে বাদ রেখেই বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত করা হয়। পরে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের অনুমোদনের পর আইসিসির কাছে প্রাথমিক স্কোয়াড পাঠানো হয়েছে বলে খবর রয়েছে।

যদিও নিয়ম অনুযায়ী ১৫ সদস্যের এই দলে ইচ্ছেমতো পরিবর্তন আনা যাবে ৩১ জানুয়ারি পর্যন্ত। আর এই সময়সীমার পর আইসিসির অনুমতি নিয়ে দলে পরিবর্তন আনা যাবে।

ফলে শান্তর জন্য বিশ্বকাপের রাস্তা এখনো খোলাই আছে বলা যায়। তার জন্য অবশ্য ছন্দ ধরে রাখাটাই বেশি প্রয়োজন।