ভাগ্য বদলাতে ৪ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ

এরই মধ্যে আফগানিস্তান প্রথম দুটি ম্যাচে জিতে সিরিজজয় নিশ্চিত করেছে।

নয়া দিগন্ত অনলাইন

টানা দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করেছে আগেই। এই ম্যাচটা কেবল সান্ত্বনার, ঘুরে দাঁড়াবার। অন্যথায় প্রথমবারের মতো আফগানিস্তানের কাছে হতে হবে হোয়াইটওয়াশ। সেই লজ্জা এড়াতে ৪ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আবুধাবিতে খেলা শুরু হয়েছে সন্ধ্যা ৬টায়। যেখানে টসে হেরে আগে ফিল্ডিং করবে মেহেদী মিরাজের দল।

আফগানিস্তানের বিপক্ষে টানা তৃতীয় সিরিজ হেরেছে বাংলাদেশ। আগের দুইবার অন্তত একটি করে ম‍্যাচ জিততে পেরেছিল তারা। এবারো অন্তত শেষ ম্যাচ জিতে মান বাঁচাতে চাইবে টাইগাররা।

ভাগ্য বদলাতে বাংলাদেশের একাদশে এসেছে চারটি পরিবর্তন। একাদশে ফিরেছেন নাইম শেখ, শামীম পাটোয়ারি, নাহিদ রানা ও হাসান মাহমুদ। বাদ গেছেন তানজিদ তামিম, জাকের আলি, তানজিম সাকিব ও মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ একাদশ : সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, নাইম শেখ, মেহেদী মিরাজ, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

আফগানিস্তান একাদশ : রাহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, হাসমাতুল্লাহ শাহিদি (অধিনায়ক), ইকরাম আলিখিল, আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোতে, এ. এম. গাজনফর, বিলাল সামি।