জাহানারা আলমের হয়ে এবার মুখ খুললেন মাশরাফী বিন মোর্ত্তজা। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক দেশের ক্রিকেট ও ক্রীড়াঙ্গনের মান বাঁচানোর স্বার্থে অভিযোগগুলো গুরুত্বের সাথে দেখার দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার এক ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে জাতীয় নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম ও নারী বিভাগের সাবেক ইনচার্জ মৃত তৌহিদ মাহমুদ দ্বারা যৌন হয়রানির অভিযোগ তুলেন জাহানারা আলম।
এছাড়া তার ক্যারিয়ার থমকে যাওয়ার পেছনে জাতীয় দলের কয়েকজন কোচিং স্টাফ ও খেলোয়াড়ের ভূমিকা ছিল বলেও দাবি করেন জাহানারা। বিসিবির কাছে চিঠি লিখেও যার প্রতিকার পাননি বলে জানিয়েছেন তিনি।
এসব অভিযোগ প্রকাশ্যে আসার পর গত রাতেই তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে এই কমিটিকে প্রভাবমুক্ত ও নিরপেক্ষ রাখার আহ্বান জানিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা।
সেই সাথে ঘটনার সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তিনি। শুক্রবার সন্ধ্যায় ফেসবুক এক স্ট্যাটাসে তিনি লিখেন-
‘বাংলাদেশের ক্রিকেট ও গোটা ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারা আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্ব দিয়ে দেখবে আশা করি।
আশা করি, বিসিবির তদন্ত কমিটি পুরোপুরি প্রভাবমুক্ত থেকে কাজ করবে এবং অভিযোগের সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করবে, যেন এসবের পুনরাবৃত্তি আর কখনো না হয়।
বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিরাপদ হোক সবার জন্য।’
এর আগে জাহানারার এই ঘটনা স্বাধীন তদন্তের আহ্বান জানান তামিম ইকবাল। তিনিও দোষীদের চিহ্নিত করে বিচারের দাবি জানিয়েছেন।



