শ্রীলঙ্কার সাথে হেরেও শেষ চারে বাংলাদেশ

বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে ৬ রানে হারলেও গ্রুপে শীর্ষে থেকে রাইজিং স্টার এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে; পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কাকে নিয়ে হবে শেষ চার।

নয়া দিগন্ত অনলাইন
রাইজিং স্টার এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ
রাইজিং স্টার এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ |সংগৃহীত

প্রথম দুই ম্যাচ জিতে রাইজিং স্টার এশিয়া কাপের সেমিফাইনালে এক পা আগেই রেখেছিল বাংলাদেশ। গতরাতে শ্রীলঙ্কার সাথে ম্যাচ দিয়ে নিশ্চিত করেছে শেষ চারে খেলা। যদিও ম্যাচটা হেরে যায় টাইগাররা।

শ্রীলঙ্কা ‘এ’ দলের সাথে বুধবার রাতে ৬ রানে হেরে গেছে বাংলাদেশ। দোহায় টসে হেরে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৫৯ রান করে লঙ্কানরা। জবাবে ৬ উইকেটে ১৫৩ রান পর্যন্ত করতে পারে আকবর আলীর দল।

হারলেও ‘এ’ গ্রুপের শীর্ষস্থান ধরে রেখে শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশ। দ্বিতীয় স্থানে আছে লঙ্কানরা। ‘বি’ গ্রুপ থেকে শীর্ষে পাকিস্তান। দ্বিতীয় স্থানে ভারত। এই চার দল নিয়ে হবে সেমিফাইনাল।

রান তাড়ায় শুর‍ুটা অবশ্য ভালোই হয়েছিল টাইগারদের, পাওয়ার প্লে শেষ হতেই ১ উইকেটে ৬০ রান তুলে ফেলে দল। তবে দুই ওপেনারের কেউ থিতু হতে পারেননি, ১৪ বলে ২৭ রান করে হাবিবুর রহমান সোহান আউট হন।

জিশান আলম ১৬ বলে ১৭ রানের বেশি করতে পারেননি। তবুও ১০.৩ ওভারে ২ উইকেটে ৮৮ রান করে ফেলে বাংলাদেশ। তবে এরপরই শুরু হয় বিপর্যয়, জাওয়াদ আবরার আউট হন ২৩ বলে ২৫ করে।

দ্রুত ফেরেন মাহিদুল ইসলাম (৮)। আকবর আলীর ব্যাটে ২৫ রান এলেও খরচ করেন ২৬ বল। ১৫.৪ ওভারে ১১৮ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। এরপর ইয়াসির আলী ও মেহরাব হাসান মিলে চেষ্টা করেও জেতাতে পারেননি।

শেষ ওভারে লাল-সবুজ দলের প্রয়োজন ছিল ১৮ রান। তবে ১১ রানের বেশি নিতে পারেনি দল। ইয়াসির আউট হন ১৭ বলে ২০ রান করে। মেহরাব অপরাজিত থাকেন ১৬ রান নিয়ে। শ্রীলঙ্কার হয়ে ৩ উইকেট নেন দুনিথ ভেল্লালেগে।

এর আগে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতেই ৪৪ রানে ৪ উইকেট হারানো শ্রীলঙ্কা সাহান আর্চারের দায়িত্বশীল ৪৯ বলে ৬৯ রানের ওপর ভর করে ১৫৯ রানের পুঁজি পায় শ্রীলঙ্কা। শেষ দিকে ভেল্লালেগে করেন১৪ বলে ২৩ রান।

রিপন মণ্ডল ও আবু হায়দার রনি নেন ২টি করে উইকেট।