আগেই জানা গিয়েছিল সেপ্টেম্বরের প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে, ক্রিকেটপাড়ায় দিনটা নিয়ে আলোচনা তুঙ্গে। একদিকে মাঠে খেলবেন তাসকিন- লিটনরা, অন্যদিকে বসবে বোর্ডের বিশেষ সভা।
আজ পহেলা সেপ্টেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গড়াবে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। ম্যাচটি অনুষ্ঠিত হবে সোমবার সন্ধ্যা ৬টায়।
প্রথম ম্যাচে ডাচদের যেভাবে উড়িয়ে দিয়েছে দল, তাতে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ আত্মবিশ্বাসে টইটম্বুর। টাইগারদের লক্ষ্যটা স্থির, এক ম্যাচ হাতে রেখেই জিততে চায় সিরিজ। সেই লক্ষ্যেই মাঠে নামবেন তারা।
কিন্তু সেই ম্যাচের আগে আরও একটি খবরের অপেক্ষা। সব কিছু ঠিক থাকলে আজ বসতে যাচ্ছে বিসিবি’র বিশেষ বোর্ড সভা। খেলা শুরুর ঠিক ৪ ঘণ্টা আগে সিলেটেই হবে পরিচালনা পর্ষদের মিলনমেলা।
পাঁচ তারকা হোটেল ‘গ্র্যান্ড সিলেটে’ বিসিবি পরিচালণা পর্ষদের সভা শুরু হবে দুপুর ২টায়। যেখানে বড় এজেন্ডা আছে বেশ কয়েকটি, তবে জানা গেছে আগামী বিসিবি নির্বাচন নিয়ে আসতে পারে বড় সিদ্ধান্ত।
অক্টোবরের প্রথম সপ্তাহে হওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগামী নির্বাচন। ধারণা করা হচ্ছে, আজকের সভা থেকেই আসতে পারে নির্বাচনের রোডম্যাপ।
নির্বাচন কমিশন গঠনের পাশাপাশি কবে নাগাদ তফসিল ঘোষণা করা হবে এসব নিয়ে বিস্তর আলাপ হবে। সাথে বিপিএল নিয়েও আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নিয়োগ হবে চূড়ান্ত।
জানা গেছে, আগামী তিন বিপিএলের জন্য পরামর্শক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক স্পোর্টস মার্কেটিং পরামর্শক প্রতিষ্ঠান আইএমজি। বিপিএল কবে শুরু হবে ও ড্রাফট কবে, তা নিয়েও হব্দ আলোচনা।
এসবের বাইরে সাইমন টাফেল বাংলাদেশে আসছেন কিনা সেই বিষয়েও আলাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার মনোবিদ ডেভিড স্কট আসতে না পারায় নতুন মনোবিদ নিয়োগ নিয়েও হতে পারে আলোচনা।
আলোচনা হতে পারে গত বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগের ফিক্সং নিয়েও। ইতোমধ্যে তদন্ত কমিটি তাদের রিপোর্ট জমা দিয়েছে বোর্ডে।
এদিকে জানা গেছে এখন পর্যন্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম ছাড়া কেউই সিলেটের পথ ধরেননি।
সিলেটে হতে যাওয়া সভায় অবশ্য তারা দুজনই কেবল উপস্থিত থাকবেন। বাকি ৮ পরিচালক যোগ দেবেন অনলাইনে, জুম ভিডিওতে।