বিসিবি নির্বাচনে না দাঁড়ালেও সুযোগ এলে কাজ করতে চান বুলবুল

বুলবুল বলেন, ‘আমি কিভাবে নির্বাচন করব? নির্বাচন করতে যে রসদগুলো লাগে সেটা আমার নেই।’

নয়া দিগন্ত অনলাইন
আমিনুল ইসলাম বুলবুল
আমিনুল ইসলাম বুলবুল |সংগৃহীত

ক্রিকেট পাড়ায় এখন আলোচনায় বিসিবি নির্বাচন। এশিয়া কাপের সাথে পাল্লা দিয়ে ‘নির্বাচন’ এখন মুখে মুখে। কে হবেন সভাপতি? এই প্রশ্নই এখন জনমনে। তবে নির্বাচন নিয়ে মোটেও ভাবছেন না আমিনুল ইসলাম বুলবুল।

জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত সদস্য হয়ে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব পালন করছেন বুলবুল। দায়িত্ব পেয়ে মাঠে-ঘাটেই সময় কাটছে তার। দেশের ক্রিকেটের প্রকৃত অবস্থা দেখছেন তিনি।

তবে তিনি যখন ব্যস্ত ক্রিকেট নিয়ে, তখন ক্রিকেট পাড়ায় চলছে নির্বাচনী আমেজ। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে হবে বিসিবির পরবর্তী নির্বাচন। সেই নির্বাচন সামনে রেখে ইতোমধ্যেই প্রস্তুত হতে শুরু করেছেন প্রার্থীরা।

তবে এর মাঝেই কঠিন এক সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান বিসিবি সভাপতি। আসন্ন এই নির্বাচনে প্রার্থী হবে না তিনি। রোববার নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত ‘ক্রিকেট ডেভেলপমেন্ট অ্যান্ড আইডিয়া’ অনুষ্ঠানে অংশ নিয়ে এমনটাই জানান তিনি।

বুলবুল বলেন, ‘আমি তো বলেছি আমি কখনো নির্বাচন করব না। আমি কিভাবে নির্বাচন করব? নির্বাচন করতে যে রসদগুলো লাগে সেটা আমার নেই। আমি ফ্রি-ফ্রি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে এসেছি।’

তবে আবারো যদি ক্রীড়া পরিষদ তাকে সুযোগ দেয়, তবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ বুলবুল। এই প্রসঙ্গে বলেন, ‘তারা যদি আমাকে কন্টিনিউ করে, থাকব, চেষ্টা করব। বিভ্রান্তি আছে অনেক। টি-টোয়েন্টিতে ১২০ বল খেলতে হয়। ২ ওভারে শেষ হয়ে যায় না। সবকিছু নির্ভর করবে পরিস্থিতির ওপর।’

তিনি যোগ করেন, ‘সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট যদি মনে করে আমার আরো স্টে করার উচিত। এই কাজটা আমি সবকিছু ছেড়ে করতে এসেছি দেশকে সার্ভ করার জন্য। আমি চালিয়ে যেতে পছন্দ করব, যদি সবকিছু ঠিকঠাক প্রোভাইড করা হয়।’

এদিকে গুঞ্জন আছে নির্বাচন পেছাতে পারে। এমনকি অ্যাডহক কমিটি দিয়ে বোর্ড চালানোর গুঞ্জনও আছে। তবে সঠিক সময়েই নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আমিনুল ইসলাম বুলবুল।

বুলবুল বলেন, ‘ক্রিকেট পরিচালনা পর্ষদের প্রায়োরিটি হচ্ছে ক্রিকেট চালানো। নির্বাচন চার বছর পরপর হয়। সময় যেহেতু চলে এসেছে, সেটা ঠিক সময়েই হবে। যারা পূর্ণ সদস্য আছে তাদের নির্বাচন নিয়ে কিন্তু আন্তর্জাতিক নিউজ হয় না।’

তিনি বলেন, ‘আমরা এখন যারা ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে আছি আমাদের ফোকাস ক্রিকেট। অবশ্যই নির্বাচন সঠিক সময়ে হবে। সেটার জন্য যে আমাদের নির্বাচন কমিশন ও আনুসঙ্গিক কাজের ব্যাপারে দ্রুত জানতে পারবেন।’