ভারত দল না আসায় বড় ক্ষতির মুখে বাংলাদেশ ক্রিকেট

‘ভারত আসার কথা ছিল বাংলাদেশে; কিন্তু আসেনি। আমরা কিছুটা আর্থিক ক্ষতিতে আছি এই সিরিজ নিয়ে। তবুও আমরা নেদারল্যান্ডস সিরিজ আয়োজন করেছি।’

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল |ইন্টারনেট

ভারত দল সফরে না আসায় বড় ধাক্কার মুখে বাংলাদেশ। মাঠের খেলার দিক দিয়ে তো বটেই, আর্থিক দিক দিয়েও বড় লোকসানের মুখে পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বড় অঙ্কের আয় হাতছাড়া হয় টাইগারদের।

যদিও এতদিন কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে এবার মুখ খুললেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। জানান, ভারত না আসায় আর্থিক ক্ষতির মুখে পড়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

তিনি বলেন, ‘ভারত আসার কথা ছিল বাংলাদেশে; কিন্তু আসেনি। আমরা কিছুটা আর্থিক ক্ষতিতে আছি এই সিরিজ নিয়ে। তবুও আমরা নেদারল্যান্ডস সিরিজ আয়োজন করেছি।’

ভারত না আসায় এশিয়া কাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে একটা প্রতিপক্ষের দরকার ছিল বাংলাদেশের। তাই তাড়াহুড়ো করে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজটি আয়োজন করে বিসিবি।

সিলেটে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দু’টিতে বাংলাদেশের বিপক্ষে কোনো লড়াই করতেই পারেনি তুলনামূলক দুর্বল ডাচরা। এ অবস্থায় প্রস্তুতির ঘাটতি কতখানি পূরণ হচ্ছে, তা নিয়ে সন্দেহ থাকতেই পারে।

এ প্রসঙ্গে আমিনুল বলেন, ‘কলকাতায় সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে আমরা হেরেছিলাম। তাই শক্তির ব্যাপারের চেয়ে বড় ব্যাপার হলো প্রস্তুতি।’

এশিয়া কাপ এবং ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এখন থেকেই বাংলাদেশের প্রস্তুতি শুরু বলে দাবি বিসিবি সভাপতির।

তিনি বলেন, ‘আমরা ভালো খেলছি। এশিয়া কাপ ও ২০২৬ সালের যে বিশ্বকাপ হবে তার প্রস্তুতি চলছে এখন।’

উল্লেখ্য, ভারত না আসায় মিডিয়া স্বত্ব নীতিতে বড় ধরনের প্রভাব পড়ে। এফটিপিতে ভারতের বিপক্ষে সিরিজ থাকায় বিসিবির পরিকল্পনা ছিল ২০২৪ থেকে ২০২৭ পর্যন্ত মিডিয়া স্বত্ব একসাথে বিক্রির।

মূলত ভারতের মতো বড় দলের উপস্থিতির কারণে সেই প্যাকেজে উচ্চমূল্য আশা করেছিল তারা। কিন্তু ভারত না এলে ওই প্যাকেজের আকর্ষণ অনেকটাই কমে যায়। ফলে বড় আর্থিক লোকসানের মুখে পড়ে বিসিবি।