টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুত অস্ট্রেলিয়া। শিরোপা পুনরুদ্ধার করতে শক্তিশালী দল ঘোষণা করেছে তারা। ভারত ও শ্রীলঙ্কার কন্ডিশন মাথায় রেখেই বাড়ানো হয়েছে দলের স্পিন-শক্তি।
বুধবার রাতে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বৈশ্বিক এই আসরে অজিদের অধিনায়কত্ব করবেন মিচেল মার্শ।
দলে অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে আছেন গ্লেন ম্যাক্সওয়েল, ট্রাভিস হেড, প্যাট কামিন্সরা। তবে এবারের বিশ্বকাপ সাব-কন্টিনেন্টালে হওয়ায় স্পিন নির্ভর করেই অস্ট্রেলিয়ার দল সাজানো হয়েছে।
স্কোয়াডে মূল স্পিনার হিসেবে রয়েছেন অ্যাডাম জাম্পা ও ম্যাথু কুহনেম্যান। এছাড়াও স্পিন অলরাউন্ডার হিসেবে ম্যাক্সওয়েল ছাড়াও রয়েছেন কুপার কনলি ও ম্যাথু শর্ট।
এদিকে বিশ্বকাপ দলে থাকলেও এই মুহূর্তে ভালো নেই প্যাট কামিন্স, টিম ডেভিড ও জশ হ্যাজলউড। তিনজনেই আছেন চোটে। তবে তারা বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে যাবেন বলে আশাবাদী প্রধান নির্বাচক জর্জ বেইলি।
এই প্রসঙ্গে বেইলি বলেন, ‘কামিন্স, হ্যাজলউড ও ডেভিড ফেরার প্রক্রিয়ায় ভালোভাবে এগোচ্ছে। বিশ্বকাপে তারা খেলতে পারবেন বলে আমরা আত্মবিশ্বাসী। তবে এটা প্রাথমিক দল। তাই প্রয়োজন হলে পরিবর্তন আনা হবে।’
আগামী ১১ ফেব্রুয়ারি কলম্বোয় আয়ারল্যান্ডের মুখোমুখি হওয়ার মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া। ‘বি’ গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ ওমান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে।
অস্ট্রেলিয়া দল
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনলি, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরুন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুহনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।



