সাকিব ঝড়ের পরও বড় হারে সিপিএল শেষ অ্যান্টিগার

সাকিবের ৯ বলে ঝড়ো ২৬ রান সত্ত্বেও উইকেটশূন্য বোলিংয়ে অ্যান্টিগা ৯ উইকেটে হেরে সিপিএল থেকে বিদায় নিয়েছে, পুরান-হেলসের জুটিতে জয় পেয়েছে ত্রিনবাগো।

নয়া দিগন্ত অনলাইন
সাকিব আল হাসান
সাকিব আল হাসান |সংগৃহীত

ব্যাট হাতে ঝড় তুললেন সাকিব আল হাসান, তবে বল হাতে পারেননি প্রত্যাশা মেটাতে। তাতে বড় ব্যবধানে হেরে গেছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। শেষ হয়ে গেল সাকিবের সিপিএল অভিযান।

বুধবার সিপিএলের এলিমিনেটর ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের কাছে ৯ উইকেটে হেরেছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। তাদের ১৬৬ রানের পুঁজি ১৭.৩ ওভারেই পেরিয়ে গেছে রাইডার্সরা।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে সাকিব ব্যাট হাতে মাঠে আসেন ইনিংসের ১৮তম ওভারে। এরপর নিজের কাজটা করেছেন ঠিকঠাক, খেলেছেন ৯ বলে ২৬ রানের অপরাজিত ইনিংস।

তার ৪৬২ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে অন্তত ২০ রান করা ইনিংসগুলোর মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেটের ইনিংস এটিই। তার স্ট্রাইকরেট ছিল এদিন ২৮৮.৮৮।

সাকিবের ‘ক্যামিও’তে প্রভিডেন্সে অ্যান্টিগা টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৬৬ রান তোলে। অবশ্য বড় পুঁজির ভিত গড়ে দেন আমির জঙ্গু (৪৯ বলে ৫৫) ও আন্দ্রেস গোস করেন ৪৫ বলে ৬১ রান।

এই রান নিয়ে তারা পাত্তা পায়নি ত্রিনবাগোর বিস্ফোরক ব্যাটিং লাইন আপের সামনে। ১২ বলে ১৪ রান করা কলিন মানরোকে ফেরান কর্নওয়াল। সেটিই দলেত প্রথম ও শেষ উপলক্ষ।

এরপর অ্যালেক্স হেলস ও নিকোলাস পুরান আর কোনো উইকেট পড়তে দেননি। ৮৬ বলে ১৪৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জিতিয়ে দেন তারা ১৫ বল বাকি রেখেই।

৪০ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন হেলস। তিনে নেমে অধিনায়ক পুরান ৮ ছক্কায় ৫৩ বলে ৯০ রান করে পান ম্যাচ সেরার স্বীকৃতি।

বল হাতে মোট ৩ ওভার করেন সাকিব আল হাসান। প্রথম ওভারে ২ ও দ্বিতীয় ওভারে ৫ রান করলেও ৩য় ওভারে এসে সাকিব দেন ১৭ রান। সব মিলিয়ে ৩ ওভারে ২৪ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন তিনি।