সিপিএলে সাকিব ঝড়, তবুও জেতাতে পারেননি দলকে

৫টি করে চার-ছক্কায় ২৬ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সাকিব।

নয়া দিগন্ত অনলাইন
সাকিব আল হাসান
সাকিব আল হাসান |ইন্টারনেট

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাকিব আল হাসান। রীতিমতো তাণ্ডব চালালেন, দুই দশকের ক্যারিয়ারে গড়লেন নতুন রেকর্ড। তবে শেষ পর্যন্ত জেতাতে পারেননি দলকে।

সেইন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে রোববার রাতে সেইন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ব্যাট হাতে জ্বলে উঠেন সাকিব। ৫টি করে চার-ছক্কায় খেলেন ২৬ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস।

ইনিংসে সাকিবের স্ট্রাইক রেট ২৩৪.৬১! ক্যারিয়ারের ৩৪টি ফিফটি করা ইনিংসের মাঝে এটিই সর্বোচ্চ স্ট্রাইক রেটের রেকর্ড তার। এর আগে ২০২৪ বিপিএলে ২২২.৫৮ স্ট্রাইক রেটে ৩১ বলে করেছিলেন ৬৯ রান।

সাকিব এদিন ফিফটি ছুঁয়েছেন মাত্র ২০ বলে, যা তার ক্যারিয়ারে যৌথভাবে দ্রুততম পঞ্চাশ ছোঁয়ার রেকর্ড। অথচ সিপিএলে অ্যান্টিগা অ্যান্ড বার্বুডা ফ্যালকনসের হয়ে প্রথম ৬ ইনিংসে করেন মোটে ৭৭ রান।

স্ট্রাইকরেটও খুব একটা আশাব্যঞ্জক ছিল না। তবে অষ্টম ম্যাচে এসে পুরোটা পুষিয়ে দিয়েছেন সাকিব। চার নম্বরে নেমে ধরেন দলের হাল। আমির জাঙ্গুর সাথে গড়েন ৪৯ বলে ৯১ রানের জুটি।

এর আগে সাকিব সবশেষ ফিফটি পেয়েছিলেন ১০ ইনিংস আগে, গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচে। দুবাই ক্যাপিটালসের হয়ে সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে খেলেন ৩৭ বলে ৫৮ রানের ইনিংস।

সাকিবের ফিফটির পর ফিফটি পান আমির জাঙ্গুও, করেন ৪৩ বলে ৫৬ রান। এছাড়া ১৭ বলে অপরাজিত ৩৮ রান করে ফ্যাবিয়েন অ্যালেন। তাতে ৪ উইকেটে ২০৪ রানের বড় পুঁজি পায় অ্যান্টিগা অ্যান্ড বার্বুডা ফ্যালকন্স।

তবে এত বড় পুঁজি নিয়েও দলকে জেতাতে পারেননি সাকিব। ৫৩ বলে ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলে সেন্ট লুসিয়াকে জেতান টিম সেইফার্ট। ইনিংসে ছিল ১০ চার ও ৯ ছক্কা।

অথচ তাকে চতুর্থ ওভারেই ফেরানোর সুযোগ করেছিলেন সাকিব। সহজ ক্যাচ বানিয়ে দিয়েছিলেন, তবে ফিল্ডার তা তালুবন্দি করতে পারেনি। জীবন পেয়ে তাই আর ভুল করেননি সেইফার্ট।

এমনকি সাকিবের পরের ওভারেই নেন ২৪ রান! সব মিলিয়ে ২ ওভারে ৩২ রান দিয়ে উইকেট শূন্য থাকেন সাকিব। বাকিরাও তেমন ভালো বল করতে পারেননি। ফলে ১৩ বল বাকি রেখেই ৬ উইকেটে জিতে যায় সেন্ট লুসিয়া।