ব্যাটে-বলে এশিয়া কাপের সেরা যারা

নতুন আসর মাঠে গড়ানোর আগে জেনে আসা যাক এশিয়া কাপের সেরা পারফর্মারদের। যারা ব্যাটে বলে সর্বোচ্চ রান আর উইকেট নিয়ে রাজ করছেন এই টুর্নামেন্টে।

নয়া দিগন্ত অনলাইন
এশিয়া কাপের সেরা যারা
এশিয়া কাপের সেরা যারা |ইন্টারনেট

রাত পোহালেই মাঠে গড়াবে এশিয়া কাপ আসর। গুরুত্ব বিবেচনায় যাকে বলা হয়ে থাকে এশিয়ার বিশ্বকাপ। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান ছাড়াও আছে এবার হংকং, ওমান ও আরব আমিরাত।

এই আট দল নিয়ে ৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে এশিয়ার ক্রিকেটের শ্রেষ্ঠত্বের এই লড়াই। আয়োজক ভারত হলেও হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজন হয়েছে আরব আমিরাতে।

নতুন আসর মাঠে গড়ানোর আগে জেনে আসা যাক এশিয়া কাপের সেরা পারফর্মারদের। যারা ব্যাটে বলে সর্বোচ্চ রান আর উইকেট নিয়ে রাজ করছেন এই টুর্নামেন্টে।

১৭তম এই আসর গড়াবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এর আগে আরো দুটো আসর হয়েছিল টি-টোয়েন্টিতে। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই সংক্ষিপ্ত ওভারে আয়োজন হচ্ছে এবারের আসর।

এশিয়া কাপের সর্বোচ্চ ৫ রান সংগ্রাহক (টি-টোয়েন্টি)

রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে রয়েছেন ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলি। এশিয়া কাপে টি-টোয়েন্টিতে ৯ ইনিংসে রান করেছেন ৪২৯। গড় ৮৫.৮০। এক সেঞ্চুরিতে স্ট্রাইকরেট ১৩২।

দ্বিতীয় স্থানে রয়েছন পাকিস্তানের উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। তিনি এশিয়া কাপে ৬ টি ম্যাচ খেলে করেছেন ২৮১ রান। তার গড় রান ৫৬.২০ ও স্ট্রাইকরেট ১১৮।

তালিকার ৩ নম্বরে রয়েছেন আরেক ভারতীয় কিংবদন্তি রোহিত শর্মা। ভারতের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক এশিয়া কাপে ৯টি ম্যাচ খেলে করেছেন ২৭১ রান। ৩০ গড়ে স্ট্রাইকরেট ১৪১।

হংকংয়ের ব্যাটার বাবর হায়াত আছেন চার নম্বরে। ৫ ইনিংসে ৪৭ গড় আর ১৪৭ স্ট্রাইকরেটে ২৩৫ রান করেন তিনি। আর আফগানিস্তানের ইবরাহীম জাদরান ৬৪ গড় আর ১০৫ স্ট্রাইকরেটে ১৯৬ রান নিয়ে আছেন পাঁচে।

বাংলাদেশের হয়ে এশিয়া কাপ টি-টোয়েন্টিতে সেরা সাব্বির রহমান। ২০১৬ এশিয়া কাপের টুর্নামেন্ট সেরা এই ব্যাটারের রান ৩৬.২০ গড় আর ১২৩ স্ট্রাইকরেটে ১৮১।

এশিয়া কাপের সর্বোচ্চ ৫ উইকেট সংগ্রাহক (টি-টোয়েন্টি)

এশিয়া কাপের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার ভারতের ভুবনেশ্বর কুমার। ৬ ম্যাচে ৫.৩৪ ইকোনমিতে ১৩ উইকেট নেন তিনি।

দুই নাম্বারে আছেন আরব আমিরাতের আমজাদ জাভেদ। তিনি ৭.৩৪ ইকোনমতিতে ৭ ম্যাচে নেন ১২ উইকেট। তিনে আরব আমিরাতের আরেক বোলার মোহাম্মদ নাভিদ। ৫.২৪ ইকোনমিতে ১১ উইকেট নেন তিনি।

চার নাম্বারে আছেন আফগাস্তানের আলোচিত স্পিনার রশিদ খান। সময়ের মাঠ কাঁপানো এই বোলার ৮ ম্যাচে ৬.৫১ ইকোমিতে নেন ১১ উইকেট।

আর পাঁচে আছে বাংলাদেশের আলামিন হোসেন। জাতীয় দলের সাবেক এই পেসার ১১ উইকেট নেন ৭.৭৬ ইকোনমিতে।

ব্যাটিং ও বোলিংয়ে সেরা পাঁচে থাকা ১০ জনের মাত্র দু’জন আছেন এবারের এশিয়া কাপে। হংকংয়ের বাবর হায়াত ও আফগানিস্তানের রশিদ খান। বাকিদের কেউ অবসর নিয়েছেন, কেউ ছিটকে গেছেন দল থেকে।