আসরের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে থামল চট্টগ্রাম

আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রানের সংগ্রহ গড়েছে চট্টগ্রাম। টসে হেরে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৯৮ রান তুলেছে তারা। অর্থাৎ জয়ের জন্য বেশ চ্যালেঞ্জিং পথ পাড়ি দিতে হবে সিলেট টাইটান্সকে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

আগের চার ম্যাচে করেছিলেন ৬০, ৭৩ ও ৫৮। তবে ফিফটির হালি পূরণ করা হলো না অ্যাডাম রসিংটনের। মাত্র ১ রানের আক্ষেপ নিয়ে ফিরেছেন ৩৮ বলে ৪৯ করে। তবে তার দল চট্টগ্রাম রয়্যালস পেয়েছে বড় পুঁজি।

আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রানের সংগ্রহ গড়েছে চট্টগ্রাম। টসে হেরে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৯৮ রান তুলেছে তারা। অর্থাৎ জয়ের জন্য বেশ চ্যালেঞ্জিং পথ পাড়ি দিতে হবে সিলেট টাইটান্সকে।

সিলেটে বৃহস্পতিবার দিনের দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নেমে ৪ ওভারে ৩৫ রান তুলে বিদায় নেন নাইম শেখ (১৮)। তবে জমে ওঠে দ্বিতীয় উইকেট জুটি। রসিংটনের সাথে ৩৮ বলে ৬০ রান যোগ করেন মাহমুদুল হাসান।

৩ চার ৪ ছক্কায় ২১ বলে ৪৪ করে আউট হন মাহমুদুল। তবে ফিফটি পাওয়া হয়নি রসিংটনেরও। দলকে ১৪.২ ওভারে ১২৭ রানে রেখে ফেরেন তিনি। পরের কাজটা করেন হাসান নাওয়াজ ও অধিনায়ক শেখ মেহেদী।

হাসান ২০ বলে ২৫ রানে আউট হলেও ঝড় তোলেন শেখ মেহেদী, অপরাজিত থাকেন ১৩ বলে ৩৩ রান নিয়ে। ৮ বলে ১৩ রান করে আউট হন আসিফ আলি। সিলেটের হয়ে ৩ উইকেট নেন রুয়েল মিয়া।