আগামী মাসে ভারত সফরের জন্য ওয়ানডে ও টি-২০ দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ২০২৪ টি-২০ বিশ্বকাপের ফাইনালের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন ফাস্ট বোলার এনরিচ নর্তজে।
পেশীর ইনজুরির কারণে দলের বাইরে ছিলেন নর্তজে। সম্প্রতি টি-২০ চ্যালেঞ্জ কাপে ডলফিন্সের হয়ে তিনি মাঠে ফিরেছেন। এ পর্যন্ত ডলফিন্সের হয়ে পাঁচ ম্যাচ খেলেছেন।
টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় তিনি বর্তমানে নবম স্থানে আছেন। এই মুহূর্তে জাতীয় দলে ফেরার অর্থ হচ্ছে নির্বাচকরা তাকে ২০২৫ টি-২০ বিশ্বকাপের জন্য বিবেচনা করছেন। আগামী বছর ভারত ও শ্রীলঙ্কার মাটিতে এই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
ভারত সফরে নর্তজে শুধুমাত্র টি-২০ দলে সুযোগ পেয়েছেন, ওয়ানডে দলে তাকে বিবেচনা করা হয়নি।
নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা ইনজুরির কারণে পাকিস্তান সিরিজে বাদ পড়ার পর আবারো ওয়ানডে দলের নেতৃত্বে ফিরেছেন। ট্রিস্টান স্টাবস ৫০ ওভারের দল থেকে বাদ পড়েছেন। তবে পাকিস্তানের বিপক্ষে অভিষেক হওয়া রুবিন হারমান দলে তার জায়গা ধরে রেখেছেন।
টি-২০ দলে কুইন্টন ডি কক ফেরার পরও রায়ান রিকেলটন জায়গা ধরে রেখেছেন। তবে আগামী বছর টি-২০ বিশ্বকাপে রিকেলটনের অন্তর্ভুক্তি শঙ্কার মুখে রয়েছে।
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১২৩ রানের অপরাজিত ইনিংস খেলা ডি কক শেষ চার ইনিংসে ১, ২৩, ৭ ও ০ করে টি-২০ দলে ফিরেছেন। কিন্তু ভারতের মাটিতে টি-২০’তে তার সমৃদ্ধ রেকর্ড রয়েছে। এখন পর্যন্ত ভারতের মাটিতে ৫০.৮৮ গড়ে তার স্ট্রাইক রেট ১৪২.২৩।
হার্ড হিটিং তরুণ লুহান ডি প্রিটোরিয়াসকে হটিয়ে টি-২০ দলে ফিরেছেন রেজা হেনড্রিকস। পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব দেয়া ডোনোভান ফেরেইরা জায়গা ধরে রেখেছেন। অন্যদিকে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ডেওয়াল্ড ব্রেভিস।
অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটার ডেভিড মিলারও টি-২০ দলে ফিরেছেন। সর্বশেষ মার্চে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিলেন।
আগামী ৩০ নভেম্বর, ৩ ও ৬ ডিসেম্বর যথাক্রমে রাচি, রাইপুর ও ভিশাকাপত্তমে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। অন্যদিকে ৯ ডিসেম্বর কাটাকে, ১১ ডিসেম্বর নিউ চন্ডিগড় ও ১৪ ডিসেম্বর ধর্মশালায় টি-২০ সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল : টেম্বা বাভুমা (অধিনায়ক), করবিন বশ, ম্যাথু ব্রিটজকে, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, রুবিন হারমান, কেশভ মহারাজ, মার্কো জানসেন, আইডেন মার্করাম, রায়ান রিকেলটন ও প্রেনেলান সুব্রায়েন।
টি-২০ দল : আইডেন মার্করাম (অধিনায়ক), ওটনেলি বার্টমান, করবিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ডোনোভান ফেরেইরা, রেজা হেনড্রিকস, মার্কো জানসেন, জর্জ লিন্ডে, কেওয়েনা মাফাকা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, এনরিচ নর্তজে, ট্রিস্টান স্টাবস।



