মোস্তাফিজের মতো হাসিনাকেও ফেরত পাঠান : আসাদুদ্দিন ওয়াইসি

বাংলাদেশী পেসার মোস্তাফিজুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে ভারতের অবস্থান নিয়ে কড়া ভাষায় প্রশ্ন তুলেছেন আসাদুদ্দিন ওয়াইসি।

নয়া দিগন্ত অনলাইন
আসাদ উদ্দিন ওয়াইসি
আসাদ উদ্দিন ওয়াইসি |সংগৃহীত

বাংলাদেশী পেসার মোস্তাফিজুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে ভারতের অবস্থান নিয়ে কড়া ভাষায় প্রশ্ন তুলেছেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। তার অভিযোগ, এই দুই ইস্যুতে ভারতের নীতিতে স্পষ্ট দ্বিচারিতা রয়েছে। খেলাধুলা ও রাজনীতিকে আলাদা রাখার কথা বলা হলেও বাস্তবে তা মানা হচ্ছে না বলেই মন্তব্য করেন তিনি।

ওয়াইসি বলেন, ‘পেহেলগাঁও হামলার পরও আমরা পাকিস্তানের সাথে এশিয়া কাপে ক্রিকেট খেলেছি। সেখানে পাকিস্তানের উগ্রবাদীদের হাতে কাশ্মিরে পর্যটক নিহত হয়েছেন। তাহলে বাংলাদেশী ক্রিকেটারকে ফেরত পাঠানোর যুক্তি কী?’ তার প্রশ্ন, যদি মোস্তাফিজুর রহমানকে দেশে ফেরত পাঠানো যায়, তাহলে কেন শেখ হাসিনাকেও ফেরত পাঠানো হচ্ছে না?

উল্লেখ্য, গত সপ্তাহে বিসিসিআই আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নির্দেশ দেয় বাংলাদেশী পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে। প্রতিবেশী দেশে সংখ্যালঘু হিন্দুদের বিরুদ্ধে হিংসার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সূত্রের দাবি। বিসিসিআই জানায়, আইপিএল ২০২৬ মরসুমের জন্য প্রয়োজনে কেকেআর বিকল্প খেলোয়াড় খুঁজে নিতে পারবে।

এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে মতবিরোধ দেখা দিয়েছে। কংগ্রেস সাংসদ শশী থারুর-সহ একাধিক নেতা খেলাধুলার সাথে রাজনীতি মেশানোর বিরোধিতা করেছেন। সেই বিতর্কেই নতুন মাত্রা যোগ করে ওয়াইসির মন্তব্য।

এআইএমআইএম প্রধান আরো বলেন, ‘একজন বাংলাদেশী নারী ভারতে থাকছেন- তাকেও পাঠিয়ে দেয়া হোক। তাকে এখানে আটকে রাখা হচ্ছে কেন? বাংলাদেশের স্থিতিশীলতা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে চীন ও পাকিস্তান সক্রিয়। এই দিকটাও আমাদের দেখতে হবে।’

মোস্তাফিজুর রহমানকে নিয়ে বিসিসিআইয়ের সিদ্ধান্ত যেমন ক্রীড়ামহলে আলোড়ন তুলেছে, তেমনই শেখ হাসিনার অবস্থান ঘিরে কূটনৈতিক ও রাজনৈতিক জটিলতা আরো গভীর হচ্ছে। ওয়াইসির বক্তব্যে সেই বিতর্ক নতুন করে উসকে উঠল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

সূত্র : আজকাল