হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে ওকসের অবসর

‘ছোটবেলা থেকে ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন ছিল আমার এবং সেই স্বপ্নগুলো বাস্তবে রূপ দিতে পেরে আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি।’

নয়া দিগন্ত অনলাইন
ইংল্যান্ডের পেসার ক্রিস ওকস
ইংল্যান্ডের পেসার ক্রিস ওকস |ক্রিকইনফো থেকে নেয়া ছবি

হঠাতই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ইংল্যান্ডের পেসার ক্রিস ওকস।

গত মাসে দ্য ওভালে ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে কাঁধের ইনজুরিতে পড়েন ওকস। ওই টেস্টের শেষ দিন এক হাতে ব্যাট করতে নামেন তিনি। কাঁধের ওই ইনজুরি থেকে এখনো সুস্থ হতে পারেননি ওকস।

তাই আগামী অ্যাশেজ সিরিজের জন্য ওকসকে ছাড়াই দল ঘোষণা করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দল ঘোষণার পর ইসিবির ব্যবস্থাপনা পরিচালক রব কি জানান, ইংল্যান্ডের ভবিষ্যত পরিকল্পনায় নেই ওকস।

আজ সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অবসরের ঘোষণা দেন ৩৬ বছর বয়সী ওকস। তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি। আমার মনে হয় এখনই সঠিক সময়।’

তিনি আরো বলেন, ‘ছোটবেলা থেকে ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন ছিল আমার এবং সেই স্বপ্নগুলো বাস্তবে রূপ দিতে পেরে আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি। ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করা, থ্রি লায়ন্সের জার্সি পরা এবং গত ১৫ বছর ধরে সতীর্থদের সাথে খেলা ও এরমধ্যে অনেকেই আজীবনের বন্ধু হয়ে উঠেছে, এসব অনেক বেশি গর্বের সাথে স্মরণ করব আমি।’

২০১১ সালে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ওকসের। এরপর ওয়ানডে ও টেস্ট খেলারও সুযোগ পান তিনি। ১৪ বছরের ক্রিকেট ক্যারিয়ারে এখন পর্যন্ত ৬২ টেস্টে ২০৩৪ রান ও ১৯২ উইকেট, ১২২ ওয়ানডেতে ১৫২৪ রান ও ১৭৩ উইকেট এবং ৩৩ টি-টোয়েন্টিতে ১৪৭ রান ও ৩১ উইকেট শিকার করেছেন ওকস।