জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু পাকিস্তানের

বুধবার টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ১২৮ রানে গুটিয়ে যায় পাকিস্তান। সালমান মির্জা ও আবরার আহমেদ নেন ৩টি করে উইকেট। জবাবে ২০ বল হাতে রেখেই জিতে যায় সফরকারীরা।

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তানের জয়
পাকিস্তানের জয় |সংগৃহীত

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে শ্রীলঙ্কায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গেছে পাকিস্তান। সিরিজের শুরুটা ভালোই হয়েছে, স্বাগতিকদের ৬ উইকেটে জিতেছে সালমান আগার দল।

বুধবার টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ১২৮ রানে গুটিয়ে যায় পাকিস্তান। সালমান মির্জা ও আবরার আহমেদ নেন ৩টি করে উইকেট। জবাবে ২০ বল হাতে রেখেই জিতে যায় সফরকারীরা।

জবাব দিতে নেমে সাহিবজাদা ফারহান ৩৬ বলে ৫১ রানের ইনিংসে জয়ের পথে অনেকটাই এগিয়ে যায় পাকিস্তান। আরেক ওপেনার সাইম আইয়ুবও ১৮ বলে ২৪ রানের ইনিংস খেলেন।

আর শেষটা ইতি টেনে দেন শাদাব খান। ব্যাটিংয়ে নেমে ১২ বলে করেন ১৮ রানে অপরাজিত থেকে নিশ্চিত করেন জয়। মাঝে সালমান আগা (১৬) ও ফখর জামান (৫) আউট হন।

এর আগে বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে চেপে ধরেন সালমান মির্জা ও মোহাম্মদ ওয়াসিম। স্পিনাররাও পাল্লা দেন সমান-সমান। তাতে ৭ ওভারে ৩৮ রানেই স্বাগতিকেরা হারিয়ে ফেলে ৪ উইকেট।

এরপর স্বাগতিকদের হয়ে হাল ধরেন জানিথ লিয়ানাগে। তিনিই দলের হয়ে ৩১ বলে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেন। দলের সাত ব্যাটার দুই অংকের রান নিলেও একমাত্র ইনিংস বড় করতে পারেন লঙ্কান এই ব্যাটার।

দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল চারিথ আসালাঙ্কা ও ওয়েনিন্দু হাসারাঙ্গার। দুজনেই ১৮ করে রান করেন। আবরার ও সালমানের সাথে পাল্লা দিয়ে জোড়া উইকেট করে নেন ওয়াসিম ও শাদাব খান।