ওয়ানডে ম্যাচ

ত্রিদেশীয় সিরিজে স্বাগতিকদের ৮৯ রানে গুটিয়ে ১৫ ওভারেই জিতলো বাংলাদেশ

ইমন একাই শিকার করেন ৪ উইকেট, খরচ করেন ২৭ রান। এ ছাড়া স্বাধীন ইসলাম ও সানজিদ মজুমদার পান ...

নয়া দিগন্ত অনলাইন
এই জয়ে ফের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে জুনিয়র টাইগাররা
এই জয়ে ফের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে জুনিয়র টাইগাররা |সংগৃহীত

দ্বিতীয় দেখায়ও জিম্বাবুয়েকে রীতিমতো উড়িয়ে দিলো বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। মাত্র ৮৯ রানে স্বাগতিকদের অলআউট করে মাত্র ১৫.১ ওভারেই ৮ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে জুনিয়র টাইগাররা। ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর ফের ঘুরে দাঁড়াল তারা!

শুক্রবার (১ আগস্ট) হারারের মাঠে ম্যাচের শুরুতেই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতেই আঘাত হানেন পেসার ইকবাল হোসেন ইমন। ৮ রানে ভাঙে জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। মাত্র ৪৩ রানে অর্ধেক দল হারায় জিম্বাবুয়ে। তারপর ২২.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে গুটিয়ে যায় মাত্র ৮৯ রানে।

ইমন একাই শিকার করেন ৪ উইকেট, খরচ করেন ২৭ রান। এ ছাড়া স্বাধীন ইসলাম ও সানজিদ মজুমদার পান দুটি করে উইকেট। একটি করে উইকেট নেন রাফিউজ্জামান রাফি ও রিজান হোসেন।

এরপর ৯০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই রিফাত বেগ গোল্ডেন ডাক পান। তবে তার সাথে ওপেন করতে নামা অধিনায়ক আজিজুল হাকিম তামিম ব্যাট হাতে দায়িত্বশীল ইনিংস খেলেন। তিনে নামা কালাম সিদ্দিকী ১৬ বলে ২০ রান করে আউট হন। ৩৯ রানে দুই উইকেট হারানোর পর ইনিংস গুছিয়ে নেন তামিম ও রিজান।

তামিম ৪৯ বলে ৪৭ রানের হার না মানা ইনিংস খেলেন। রিজান অপরাজিত থাকেন ২১ রান করে। ফলে ১৫.১ ওভারেই জয় তুলে নেয় বাংলাদেশ।

এই জয়ে ফের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে জুনিয়র টাইগাররা। ৪ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন শীর্ষে। দক্ষিণ আফ্রিকা সমান ম্যাচে সমান পয়েন্ট হলে রানরেটে পিছিয়ে থাকায় দুই নম্বরে। আর স্বাগতিক জিম্বাবুয়ে ৪ ম্যাচে খেলে সবকটিতেই হার।