মারকাটারি ব্যাটিংয়ের টুর্নামেন্ট হংকং সিক্স-এ-সাইড। এই টুর্নামেন্টে ২১তম আসরে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন আকবর আলি। তাকে অধিনায়ক করে বুধবার ৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
হংকংয়ের তিন কিয়ং রিক্রিয়েশন গ্রাউন্ডে আগামী ৭ থেকে ৯ নভেম্বর হবে ১২ দলের এই হংকং সিক্সেস টুর্নামেন্ট। এখনো হংকং সিক্সেসের শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। গত বছর সেমি-ফাইনালে হেরে বিদায় নিয়েছিল ইয়াসির আলি রাব্বির নেতৃত্বাধীন দল।
এবার উইকেটকিপার-ব্যাটার আকবরের নেতৃত্বাধীন দলে আছেন স্পিন বোলিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। এরই মধ্যে জাতীয় দলের হয়ে ৮০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
এছাড়া ৭ সদস্যের স্কোয়াডে আছেন আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাওয়া দুই পেস বোলিং অলরাউন্ডার আবু হায়দার রনি ও মোহাম্মদ সাইফউদ্দিন। তরুণ পেস বোলিং অলরাউন্ডার তোফায়েল আহমেদ রায়হানও আছেন দলে।
গত আসরে ৪ ম্যাচে ৭৬ গড়ে ১৫২ রান ও অফ স্পিনে ৬ উইকেট নেয়া জিসান আলমকে এবারো হংকং সিক্সেস খেলতে পাঠাচ্ছে বিসিবি। দলের সবশেষ সদস্য বাঁহাতি স্পিনার রকিবুল হাসান।
হংকং সিক্সেসে বাংলাদেশ স্কোয়াড: আকবর আলি (অধিনায়ক), আবু হায়দার রনি, মোসাদ্দেক হোসেন সৈকত, জিসান আলম, মোহাম্মদ সাইফ উদ্দিন, তোফায়েল আহমেদ রায়হান, রকিবুল হাসান।



