প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে ১৪৯ রানে অলআউট করেই বুলাওয়ে টেস্টের নিয়ন্ত্রণ নিয়েছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা কতটা প্রতিরোধ গড়তে পারে, সেটার ওপর নির্ভর করছিল এই ম্যাচ কয়দিনে গড়াবে। আরেকটি ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে কোনোরকমে ইনিংস হার এড়াতে পেরেছে জিম্বাবুয়ানরা। নিউজিল্যান্ড ৮ রানের লক্ষ্য পেয়ে ১৪ বল খেলে জিতে গেছে ৯ উইকেটে।
তিন দিনের মধ্যে তুলে নেয়া ৯ উইকেটের জয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে মিচেল স্যান্টনারের দল। ইনিংস পরাজয়ের শঙ্কা ছিল জিম্বাবুয়ের। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৩১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে স্বাগতিকরা। তখনো নিউজিল্যান্ডের থেকে ১১১ রান পেছনে জিম্বাবুয়ে।
শন উইলিয়ামস (৪৯) লড়াই করলেও ১২৬ রানে ৮ উইকেট হারিয়ে ইনিংস পরাজয় দেখছিল জিম্বাবুয়ে। সেখান থেকে লোয়ারঅর্ডারের তাফাজওয়া টিসিগা আর ব্লেসিং মুজারাবানির দৃঢ়তায় ১৬৫ পর্যন্ত যেতে পেরেছে স্বাগতিক দল। টিসিগা ২৭ আর মুজারাবানি করেন ১৯ রান।
নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৭ রানের। দলীয় ৪ রানের মাথায় নিয়ামহারির বলে বোল্ড হয়ে ফেরেন ডেভন কনওয়ে (৪)। বাঁহাতি এই পেসারকেই বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ শেষ করেন হেনরি নিকোলস।