ঢাকাকে ১২২ রানেই গুটিয়ে দিলো চট্টগ্রাম

শুক্রবার (২ জানুয়ারি) সিলেটে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় চট্টগ্রাম ও ঢাকা ক্যাপিটালস।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকাকে পুরো ২০ ওভারও খেলতে দিলো না চট্টগ্রাম রয়্যালস। রাজধানীর দলটিকে নাকানিচুবানি খাইয়ে গুটিয়ে দিয়েছে ২ বল বাকি থাকতে ১২২ রানেই। দ্বিতীয় জয়ের খুঁজে থাকা রয়্যালস পেল সহজ লক্ষ্য।

শুক্রবার (২ জানুয়ারি) সিলেটে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় চট্টগ্রাম ও ঢাকা ক্যাপিটালস। যেখানে টসে জিতে আগে ফিল্ডিং নেন চট্টগ্রাম অধিনায়ক শেখ মেহেদী। এরপর বল হাতে জাদু দেখান বোলাররা।

অপ্রতিরোধ্য হয়ে উঠেন তানভীর ইসলাম, মাত্র ৮ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। ৩ উইকেট নেন পেসার শরিফুল ইসলামও। জোড়া উইকেট পান অধিনায়ক শেখ মেহেদী। ১ উইকেট নেন আমির জামালও।

ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারছেন না সাইফ হাসান। এশিয়া কাপ মাতানো এই ব্যাটার রানের দেখা পাচ্ছেন না এবারের বিপিএলে। প্রথম দুই ম্যাচে ২১ বলে ১০ রান করা সাইফ আজ আউট হয়েছেন ৪ বলে ১ করে।

সাইফকে প্রথম ওভারে ফিরিয়ে ঢাকার ইনিংসে ভাঙন ধরান শরিফুল। ৪.৪ ওভারে ১২ বলে ২ রান করা জুবায়েদ আকবরিকেও ফেরান এই পেসার। এরপর শুরু হয় তানভীর শো, ১৫ বলে ২১ রান করা উসমান খানকে ফিরিয়ে যার শুরু।

এরপর মোহাম্মদ মিথুন (৮) ও ইমাদ ওয়াসিমকেও (৯) ফেরান তিনি। মাঝে শামিম পাটোয়ারী রসিংটনের দুর্দান্ত স্ট্যাপিং হয়ে ফেরে ৭ বলে ৪ করে। সাব্বির রহমানকেও (৯) স্ট্যাম্পিং করেন তিনি। দুজনেরই শিকারি মেহেদী।

১২ ওভারে মাত্র ৬৬ রানে ৭ উইকেট হারানো ঢাকাকে তিন অঙ্কে পৌঁছান নাসির হোসেন ও সাইফুদ্দীন মিলে। নাসির ২০ বলে ১৭ করে আউট হলেও সাইফুদ্দীন অপরাজিত থাকেন ২৫ বলে ৩৩ রান করে।