রাইজিং স্টারস এশিয়া কাপ

ফাইনালে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

কাতারের দোহায় শিরোপা নির্ধারণী ম্যাচে আজ রোববার রাত সাড়ে ৮টায় মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে পাকিস্তান মাঠে নেমেছে দ্বিতীয় শিরোপার খুঁজে, বাংলাদেশ চায় প্রথম শিরোপার স্বাদ।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ-পাকিস্তান ফাইনাল ম্যাচের টস
বাংলাদেশ-পাকিস্তান ফাইনাল ম্যাচের টস |সংগৃহীত

রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ ‘এ’ দল। টসে জিতে পাকিস্তানকে আগে ব্যাট করতে পাঠিয়েছেন টাইগার অধিনায়ক আকবর আলী।

কাতারের রাজধানী দোহায় শিরোপা নির্ধারণী ম্যাচে আজ রোববার রাত সাড়ে ৮টায় মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে পাকিস্তান মাঠে নেমেছে দ্বিতীয় শিরোপার খুঁজে, বাংলাদেশ চায় প্রথম শিরোপার স্বাদ।

ফাইনালে একাদশে দু’টি পরিবর্তন এনেছে বাংলাদেশ ‘এ’ দল। সেমিফাইনালের একাদশ থেকে বাদ পড়েছেন জাওয়াদ আবরার ও আবু হায়দার রনি। বদলে সুযোগ পেয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী ও মাহফুজুর রহমান রাব্বি।

বাংলাদেশ ‘এ’ দল— জিসান আলম, হাবিবুর রহমান সোহান, ইয়াসির আলী রাব্বি, আকবর আলী (অধিনায়ক), রাকিবুল হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, এস এম মেহেরব হোসেন, মাহফুজুর রহমান রাব্বি, মৃত্যুঞ্জয় চৌধুরী, রিপন মণ্ডল ও আব্দুল গাফফার সাকলাইন।

পাকিস্তান ‘এ’ দল— মাজ সাদাকাত, ইয়াসির খান, মোহাম্মদ ফাইক, ইরফান খান (অধিনায়ক), গাজী ঘুরি, সাদ মাসুদ, আরাফাত মিনহাস, শহীদ আজিজ, আহমেদ দানিয়াল, উবাইদ শাহ ও সুফিয়ান মুকিম।