এশিয়া কাপে আজ মুখোমুখি বাংলাদেশ-ভারত

ফাইনালের পথে উত্তেজনার লড়াই

ভারতের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি পরিসংখ্যান খুব একটা আশাব্যঞ্জক নয়। দুই দলের মুখোমুখি ১৭ ম্যাচের মধ্যে ১৬টিতেই জয় পেয়েছে ভারত।

নয়া দিগন্ত অনলাইন
এশিয়া কাপে আজ মুখোমুখি বাংলাদেশ-ভারত
এশিয়া কাপে আজ মুখোমুখি বাংলাদেশ-ভারত |সংগৃহীত

ক্রিকেটপ্রেমীদের বহুল প্রতীক্ষিত ম্যাচে আজ এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত।

আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে। ফাইনালে জায়গা করে নিতে বাংলাদেশের জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভারত এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত দল। প্রথম পর্বের তিন ম্যাচসহ মোট চারটি ম্যাচেই জয় পেয়েছে তারা। অন্যদিকে বাংলাদেশ প্রথম পর্বে হংকং ও আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেও শ্রীলঙ্কার কাছে হারে। তবে সুপার ফোরে লঙ্কানদের হারিয়ে প্রতিশোধ নিয়েছে টাইগাররা।

ভারতের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি পরিসংখ্যান খুব একটা আশাব্যঞ্জক নয়। দুই দলের মুখোমুখি ১৭ ম্যাচের মধ্যে ১৬টিতেই জয় পেয়েছে ভারত। ব্যতিক্রম কেবল ২০১৯ সালের ভারত সফরের প্রথম ম্যাচে, যেখানে নাইম শেখ ও মুশফিকুর রহিমের ব্যাটে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ।

এশিয়া কাপে দুই দলের মুখোমুখি ১৫ ম্যাচের মধ্যে ভারত জিতেছে ১৩টি, বাংলাদেশ ২টি দু’টিই ওয়ানডে ফরম্যাটে। প্রথম জয় আসে ২০১২ সালে, দ্বিতীয়টি ২০২৩ সালে প্রেমাদাসায়, যেখানে সাকিব আল হাসান ম্যাচসেরা হন।

তবে এবার বাংলাদেশ খেলছে সাকিবকে ছাড়াই। তরুণদের সামনে সুযোগ রয়েছে নতুন ইতিহাস লেখার। মাঠে নামার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দুই দেশের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। বাকযুদ্ধের ফল যাই হোক, মাঠের লড়াইয়েই নির্ধারিত হবে জয়-পরাজয়।