র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনমন, আফগানদের জয়জয়কার

টানা ৩ ম্যাচ হেরে প্রথমবারের মতো আফগানিস্তানের কাছে হয়েছে ধবলধোলাই। তাতে র‍্যাঙ্কিংয়ে উন্নতির বদলে অবনতি হয়েছে মেহেদী মিরাজের দলের।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ দল
বাংলাদেশ দল |সংগৃহীত

আফগানিস্তান সিরিজটা ভুলে যেতে চাইবে বাংলাদেশ। যেভাবে ধবলধোলাই হয়েছে রশিদ খানদের কাছে, তা হয়ে থাকবে দেশের ক্রিকেটেরই কালো অধ্যায়। যার প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়েও।

আফগানিস্তানের কাছে তিন ম্যাচ সিরিজ শুরুর আগে ৭৭ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে ছিল বাংলাদেশ। সিরিজটা জিততে পারলে সুযোগ ছিল নয়ে উঠে যাবার। তখন ওয়েস্ট ইন্ডিজকে (৮০) টপকে টাইগারদের পয়েন্ট হত ৮২।

তবে বাংলাদেশ সিরিজ তো জিততেই পারেনি, টানা ৩ ম্যাচ হেরে প্রথমবারের মতো আফগানিস্তানের কাছে হয়েছে ধবলধোলাই। তাতে র‍্যাঙ্কিংয়ে উন্নতির বদলে অবনতি হয়েছে মেহেদী মিরাজের দলের।

যদিও ১০ নম্বরেই আছে দল, তবে রেটিং কমে দাঁড়িয়েছে ৭৪। অর্থাৎ ৩ পয়েন্ট আরো হারিয়েছে টাইগাররা। যা সরাসরি বিশ্বকাপ খেলায় হয়ে উঠতে পারে বড় বাঁধা। যদিও তা কাটিয়ে ওঠার সুযোগ আছে এখনো।

এদিকে গোটা সিরিজে কোনো সেঞ্চুরি তো নেইই, প্রথম ম্যাচে তাওহীদ হৃদয় ও মেহেদী মিরাজের ফিফটি ছাড়া নেই বলার মতো কোনো স্কোরও। একেবারেই ব্যর্থ ছিলেন নাজমুল হোসেন শান্ত-জাকের আলিরা।

কোনো ম্যাচেই দুই অঙ্ক ছুঁতে না পারা নাজমুল হোসেন শান্ত ১২ ধাপ পিছিয়ে ৪৩তম স্থানে নেমে গেছেন। জাকের আলী অনিক ১৭ ধাপ পিছিয়ে ৭৫তম ও তানজিদ তামিম ৯ ধাপ পিছিয়ে আছেন ৯৩ নম্বরে।

সিরিজের প্রথম ম্যাচে ফিফটি পাওয়ায় তাওহীদ হৃদয় সাত ধাপ এগিয়ে আছেন ৪২ নম্বরে। বাংলাদেশের কোনো ব্যাটারই তার ওপরে নেই। আর সেই ম্যাচে ৬০ রান করা মিরাজ পাঁচ ধাপ এগিয়ে আছেন ৬৫তম স্থানে।

অবশ্য কিছুটা স্বস্তির কারণ হতে পারেন বাংলাদেশের কয়েকজন বোলার। তানজিম সাকিব ২৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৬৭ নম্বরে, তানভির ইসলাম ২৭ ধাপ এগিয়ে ঢুকেছেন সেরা এক শ’তে (৯৭)।

মেহেদী মিরাজ পুরো সিরিজে পাঁচ উইকেট শিকার করে বোলারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের হয়ে সবার ওপরে উঠে এসেছেন। আগের চেয়ে ৪ ধাপ উন্নতি করে তিনি বর্তমানে আছেন ২৪ নম্বরে।

বাংলাদেশের অবনমন হলেও উন্নতি হয়েছে আফগান ক্রিকেটারদের। রশিদ খান সিরিজে ১১ উইকেট শিকার করে পুনরুদ্ধার করেছেন বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান।

ব্যাট হাতে বড় লাফ দিয়েছেন ইব্রাহিম জাদরান। সিরিজে সর্বোচ্চ ২১৩ রান করে আট ধাপ এগিয়ে এখন দ্বিতীয় স্থানে। সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ১০৩ রান করা রাহমানউল্লাহ গুরবাজ দুই ধাপ এগিয়ে আছেন ১৬তম স্থানে।

এদিকে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ক্যারিয়ারে প্রথমবারের মতো ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে উঠেছেন আজমতউল্লাহ ওমরজাই।

পাশাপাশি বোলারদের তালিকায় ১৯ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ২১তম স্থানে। আর ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে তিনি ২৩ নম্বরে অপরিবর্তিত আছেন।