সিরিজ বাঁচানোর মিশনে আজ মাঠে নামছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শনিবার আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের সাথে পেরে উঠেনি বাংলাদেশ। ফলে আজকের ম্যাচটা ডু অর ডাই। জিতলে বেঁচে থাকবে সিরিজ জয়ের সম্ভাবনা, হারলে গড়বে সিরিজ হারের হ্যাটট্রিক।
আফগানিস্তানের কাছে এর আগেও টানা দুই ওয়ানডে সিরিজ (২০২৩ ও ২০২৪) হেরেছে বাংলাদেশ। এবার হারলে গড়বে লজ্জার হ্যাটট্রিক। বিপরীতে বাংলাদেশের সাথে হ্যাটট্রিক সিরিজ জয়ের সুযোগ আফগানদের।
এদিকে এই ম্যাচে নামার আগে বাংলাদেশের বড় মাথাব্যথার কারণ হারের ধরন। বল হাতে খানিকটা লড়াই করলেও ব্যাট হাতে একেবারেই নিষ্প্রভ ছিলেন সাইফ-শান্তরা। আফগান বোলারদের সাথে লড়াই করতে পারেনি তারা।
এই নিষ্প্রভতা কেবল গত ম্যাচে নয়, বিশ্বকাপের পর থেকেই ওয়ানডেতে ব্যাট হাতে ধুঁকছে টাইগাররা। গত বিশ্বকাপের পর থেকে খেলা ১৭ ম্যাচের মাঝে ১১টিতেই ২৫০ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ!
এমন দুরাবস্থা কাটাতে বড় ভূমিকা রাখতে হবে টপঅর্ডারকে। সাইফ হাসান ও তানজিদ তামিমের দিকেই তাকিয়ে থাকবে দল। যদিও প্রথম ম্যাচে আশানুরূপ কিছু করতে পারেননি তারা।
নম্বর তিনে থাকছেন নাজমুল হোসেন শান্ত। যদিও শেষ ৪ ওয়ানডেতে মাত্র ৩৯ রান এসেছে সাবেক এই অধিনায়কের ব্যাটে। কিন্তু বাংলাদেশ দলকে ঘুরে দাঁড়াতে হলে তার ব্যাটে রান আসার বিকল্প নেই।
মিডলঅর্ডার অনেকটাই ঠিকঠাক। তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ আগের ম্যাচে রান পেয়েছেন। দু’জনেই করেন ফিফটি। তবে গলার কাঁটা নম্বর ৬ ও ৭। এখানে ভরসা হয়ে উঠতে পারছেন না কেউ।
জাকের আলি বা শামিম পাটোয়ারীর একজন থাকবেন একাদশে। গত ম্যাচে অবশ্য ভালো করতে পারেননি, আউট হন ১০ রান করব। ৭ রানে নিয়ে আউট হন দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফেরা নুরুল হাসান সোহান।
তবে আজ হয়তো আরো একবার সুযোগ পেতে পারেন তারা। এরপর তানভীর ইসলামের সাথে দেখা যেতে পারে রিশাদ হোসেনকে। পেসার হিসেবে তানজিম সাকিব থাকছেন নিশ্চিতভাবেই। ফিরতে পারেন মোস্তাফিজুর রহমান।
ফলে বিশ্রাম দেয়া হতে পারে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদকে। শেষ ম্যাচে তারা দু’জনেই ছিলেন উইকেটশূন্য।
সম্ভাব্য একাদশ
তানজিদ তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদ মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, জাকের আলি, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব।