ইংল্যান্ডের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় ভারতের

শেষ ইনিংসে ৩৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড অলআউট হয়ে যায় ৩৬৭ রানে।

নয়া দিগন্ত অনলাইন
ছবি : ক্রিকইনফো

ওভালের ঐতিহাসিক টেস্ট ম্যাচে রুদ্ধশ্বাস জয় পেয়েছে ভারত। মাত্র ৬ রানে ইংল্যান্ডকে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজ ২-২ সমতায় শেষ করল টিম ইন্ডিয়া।

সোমবার শেষ দিনে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৫ রান, ভারতের প্রয়োজন ছিল ৪ উইকেট। দিনের প্রথম দুই বলে টানা বাউন্ডারি হাঁকিয়ে শেষ দিনের রোমাঞ্চে যেন পানি ঢেলেছিলেন জেমি ওভারটন। তবে পরের ওভারেই জেমি স্মিথকে ফিরিয়ে ভারতকে ম্যাচে ফেরান সিরিজজুড়ে দুর্দান্ত ছন্দে থাকা মোহাম্মদ সিরাজ।

এর পরের ১০ রান তুলতে আরো দুই উইকেট হারায় ইংল্যান্ড। ফলে সমীকরণ দাঁড়ায় শেষ উইকেটে ১৭ রানে। তখন ভাঙা কাঁধ নিয়ে শেষ ব্যাটার হিসেবে মাঠে আসেন ক্রিস ওকস। তাকে আগলে রেখে এক প্রান্তে রান তোলার চেষ্টা করেন গাস আটকিনসন। তবে জয় থেকে মাত্র ৭ রান দূরে থাকতে আটকিনসনকে বোল্ড করেন সিরাজ। শেষ ইনিংসে ৩৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড অলআউট হয়ে যায় ৩৬৭ রানে।

এর আগে ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে পঞ্চম দিন শুরু করে ইংল্যান্ড। দিনের শুরুতেই তারা কোণঠাসা হয়ে পড়ে জেমি স্মিথ আর জেমি ওভারটনকে হারিয়ে। দুটি উইকেটই নেন মোহাম্মদ সিরাজ।

রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষটাও করেছেন সিরাজই। মাঝে জশ টাঙয়ের উইকেট নেন প্রসিধ কৃষ্ণা। ৮৫.১ ওভারে দ্বিতীয় ইনিংসে ৩৬৭ রানে অলআউট হয় ইংল্যান্ড।

১০৪ রানে ৫ উইকেট শিকার করেন সিরাজ, ১২৬ রানের বিনিময়ে আরেক পেসার প্রসিধ কৃষ্ণা নেন ৪টি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

ভারত প্রথম ইনিংস : ২২৪/১০ (করুন নায়ার ৫৭, সাই সুদর্শন ৩৮; গুস এটকিনসন ৫/৩৩, জশ টাঙ ৩/৫৭)

ইংল্যান্ড প্রথম ইনিংস : ২৪৭/১০ (জ্যাক ক্রলি ৬৪, হ্যারি ব্রুক ৫৩; মোহাম্মদ সিরাজ ৪/৮৬, প্রসিধ কৃষ্ণা ৪/৬২)

ভারত দ্বিতীয় ইনিংস : ৩৯৬/১০ (জশস্বী জয়সওয়াল ১১৮, আকাশ দিপ ৬৬; জশ টাঙ ৫/১২৫, গুস এটকিনসন ৩/১২৭)

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস : ৩৬৭/১০ (হ্যারি ব্রুক ১১১, জো রুট ১০৫; মোহাম্মদ সিরাজ ৫/১০৪, প্রসিধ কৃষ্ণা ৪/১২৬)

ফল : ভারত ৬ রানে জয়ী

সিরিজ : ২-২ সমতায় শেষ।