মিচেল মার্শের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৫৭ রানের লক্ষ্যে একেবারে নিঃসঙ্গ লড়াই লড়তে হয়েছে অজি অধিনায়ককে। তবুও ২ ওভার বাকি থাকতেই নিশ্চিত করেন অজিদের জয়।

নয়া দিগন্ত অনলাইন
মিচেল মার্শ
মিচেল মার্শ |ইন্টারনেট

আবারো জ্বলে ওঠলেন মিচেল মার্শ। তবে এবার থামলেন না, তুলে নিলেন দারুণ এক সেঞ্চুরি! তাতে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে জয় ৩ উইকেটে।

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিটা ৬ উইকেটে জিতে অজিরা। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ফলে শেষ ম্যাচটা হয়ে দাঁড়ায় সিরিজ নির্ধারণী। যেখানে কিউইদের সুযোগ দেয়নি অজিরা।

সিরিজের প্রথম ম্যাচে ৪৩ বলে ৮৫ রান করেছিলেন মার্শ। হাতছাড়া করেন সেঞ্চুরির সুযোগ। তবে এবার আর হার মানেননি, ৫০ বলে পৌঁছান তিন অঙ্কে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা তার প্রথম সেঞ্চুরি।

মার্শ শেষ পর্যন্ত ৫২ বলে অপরাজিত ১০৩ রানে। যেখানে ছিল ৮টি চার ও ৭টি ছক্কা। অথচ অজিদের হয়ে আর কেউ ২০ রানেও যেতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ স্কোর মাত্র ১৪, মিচেল ওয়েনের। শন অ্যাবট করেন ১৩*।

বলা যায়, ১৫৭ রানের লক্ষ্যে একেবারে নিঃসঙ্গ লড়াই লড়তে হয়েছে অজি অধিনায়ককে। তবুও ২ ওভার বাকি থাকতেই নিশ্চিত করেন অজিদের জয়। জিমি নিশাম ২৬ রানে নেন ৪ উইকেট।

অবশ্য আগে ব্যাট করা নিউজিল্যান্ডও তেমন সুবিধা করতে পারেনি, দলটির হয়ে ৩৫ বলে সর্বোচ্চ ৪৮ রান করেন টিম সেইফার্ট। মাইকেল ব্রেসওয়েল করেন ২২ বলে ২৬ রান। এ ছাড়া ১৮ বলে ২৫ রান করেন নিশাম।

অস্ট্রেলিয়ার হয়ে ২৫ রান খরচায় তিন উইকেট নেন অ্যাবট। দু’টি করে উইকেট নেন জস হ্যাজেলউড এবং জ্যাভিয়ের বার্টলেট। একটি করে উইকেট নেন অ্যাডাম জাম্পা ও স্টয়নিস।