শ্রীলঙ্কাকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান

প্রথম দিকে খাবি খেলেও টানা দুই জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠে আসে শ্রীলঙ্কা। তবে ফাইনালে লড়াই করার সুযোগ পায়নি, পাকিস্তানি স্পিনারদের ঘূর্ণিতে ১৯.১ ওভারে মাত্র ১১৪ রানে গুটিয়ে যায় তারা।

নয়া দিগন্ত অনলাইন
চ্যাম্পিয়ন পাকিস্তান
চ্যাম্পিয়ন পাকিস্তান |সংগৃহীত

ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন পাকিস্তান। শ্রীলঙ্কাকে ফাইনালে উড়িয়ে দিয়ে শিরোপা জিতে নিয়েছে স্বাগতিকেরা। লঙ্কান সিংহদের সাথে খুব একটা লড়াই করতে হয়নি সালমান আগাদের, জয় এসছে ৬ উইকেটে।

প্রথম দিকে খাবি খেলেও টানা দুই জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠে আসে শ্রীলঙ্কা। তবে ফাইনালে লড়াই করার সুযোগ পায়নি, পাকিস্তানি স্পিনারদের ঘূর্ণিতে ১৯.১ ওভারে মাত্র ১১৪ রানে গুটিয়ে যায় তারা।

বোলাররা জয়ের ভিত গড়ে দেওয়ার পর বাকিটা করতে মোটেও বেগ পেতে হয়নি পাকিস্তানকে। রান তাড়ায় টপ অর্ডারের তিন ব্যাটারের কাঁধে চড়ে ৮ বল হাতে রেখেই সহজ জয় তুলে নেয় পাকিস্তান।

সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুবের উদ্বোধনী জুটি থেকেই আসে ৪৬ রান। ২২ বলে ২৩ করা ফারহান আউট হন ইসহান মালিঙ্গার শিকার হয়ে। ৩৩ বলে ৩৬ করেন সাইম আইয়ুব।

আর ১৪ বলে ১৪ রান আসে অধিনায়ক আগার ব্যাট থেকে। তবে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৪ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন বাবর আজম। মাঝে ফখর জামান আউট হন ৩ রান করে।

এর আগে, দারুণ শুরুর পর নাটকীয় ব্যাটিং ধসে অল্পতেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ১ উইকেটে ৮৪ রান থেকে

তাসের ঘরের মতো ভেঙে পড়ে লঙ্কানদের ব্যাটিং লাইন আপ। এরপর আর মাত্র ৩০ রান যোগ করতেই হারায় বাকি ৯ উইকেট।

টপ অর্ডারের তিন ব্যাটার ছাড়া দু’ অঙ্ক স্পর্শ করতে পারেনি আর কেউই। যেখানে কামিল মিশরা একাই করেন ৪৭ বলে ৫৯ রান। তিনি আউট হতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে লঙ্কাদের ইনিংস। কুশল মেন্ডিস করেন ১৪ রান।

পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ নেওয়াজ। আবরার আহমেদের শিকার দু’টি।