শুরু হয়েছে বহুল কাঙ্খিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। নানা সমালোচনা আর বিতর্ক সাথে করেই শুরু হয়েছে ভোট গ্রহণ। ৪৮টি ক্লাবের আপত্তিও বাঁধা হতে পারেনি, সোমবার সকাল ১০টা থেকে শুরু হয় কার্যক্রম।
সভাপতির ক্ষমতার অপব্যবহার, সরকারি হস্তক্ষেপের অভিযোগ, একযোগে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার, সরে দাঁড়িয়েছেন আরো চার প্রার্থী, আদালতে পাল্টাপাল্টি রিট, এমনকি আছে দু’দিন আগেই ভোট হয়ে যাওয়ার অভিযোগ! সব মিলিয়ে কম জলঘোলা হয়নি এবারের নির্বাচন নিয়ে।
সবকিছু দূরে ঠেলে গড়িয়েছে নির্বাচন। রাজধানীর একটি হোটেলে সকাল ১০টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। তিনটি ক্যাটেগরিতে পরিচালক হবেন ২৩ জন। ২৫ পরিচালকের বাকি দু’জন পরিচালক সরাসরি মনোনয়ন পাবেন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে।
পরিচালক পদের ফল ঘোষণা করা হবে সন্ধ্যা ৬টায়। এরপর পরিচালকদের ভোটে এ দিনই সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন হবে। সেই ফল জানা যাবে রাত ৯টায়। সব মিলিয়ে ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিন পাড় করছে বাংলাদেশ ক্রিকেট।
শুরুতে অবশ্য এই নির্বাচন নিয়ে ছিল বেশ উৎসবের আবহ। কাজ করছিল রোমাঞ্চ। তবে এরপর নানা অভিযোগ ও বিতর্কে রঙ হারিয়ে নির্বাচন হয়ে উঠেছে চরম প্রশ্নবিদ্ধ।
নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন মোট ২১ জন প্রার্থী। সভাপতি পদে নির্বাচন করতে চাওয়া তামিম ইকবাল নিজেকে সরিয়ে নেন নোংরামির অভিযোগ তুলে। এমনকি নির্বাচনের আগে রাত ২টার পর নাম প্রত্যাহারের ঘোষণা দেন ক্লাব ক্যাটেগরির প্রার্থীদের একজন!
অবশ্য নির্বাচনের আগেই বিসিবি পরিচালক পদ নিশ্চিত হয়ে গেছে ৯ জনের। সবচেয়ে বেশি ১২ পরিচালক আসেন যে কোটা থেকে, সেখানেও আদতে আকর্ষণের কিছু অবশিষ্ট নেই। অনেকটা যেন ঠিক হয়েই আছে কারা বসবেন চেয়ারে।
কেবল ৩ নম্বর ক্যাটেগরিতে (সাবেক ক্রিকেটার, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থা) সাবেক অধিনায়ক খালেদ মাসুদ (পাইলট) ও সাবেক ক্রিকেটার দেবব্রত পালের লড়াই ঘিরেই রোমাঞ্চ যা একটু আছে।
এছাড়া ১ নম্বর ক্যাটেগরিতে (জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থা) রংপুর বিভাগে কিছুটা দৃষ্টি থাকবে, যেখানে একটি পদের লড়াইয়ে আছেন তিনজন। প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ হাসানুজ্জামান, রেহাতুল ইসলাম খোকা ও মোহাম্মদ নুর এ শাহাদাৎ স্বপন।
নির্বাচন কিছুটা আমেজ তৈরি করেছে রোববার আদালতের নির্দেশে ১৫ ক্লাবের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়ায়। ফলে ৭৬ ক্লাবের কাউন্সিলর আজ ভোট দিতে পারবেন।