নানা নাটকীয়তা শেষে আলোর মুখ দেখতে যাচ্ছে বিপিএল। দূর হলো সব অনিশ্চয়তা। ঠিক হয়েছে আসর শুরুর দিনক্ষণ, চূড়ান্ত হয়েছে দলগুলোও। যদিও কমে এসেছে দলের সংখ্যা। নেই খুলনা ও বরিশাল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল পেতে শুরুতে ১১টি প্রতিষ্ঠান আগ্রহ দেখায়। এর মাঝে নয়টি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ডেকে আলোচনা করে বিসিবি। এরপর বাদ পড়ে আরো একটি দল, তবে মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিপিএলের দল চূড়ান্তের সময়সীমা ছিল। ফলে এদিন দুপুরে সভায় বসেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের কর্মকর্তারা। সভা শেষে আসন্ন বিপিএল নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
যেখানে পাঁচটি প্রতিষ্ঠান নিয়ে বিপিএল আয়োজনের ব্যাপারে নিশ্চিত করেছে কাউন্সিল। এর মাঝে রংপুর রাইডার্স নিজেদের জায়গা ধরে রেখেছে। তবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট পেয়েছে মালিকানা।
জানা গেছে বিপিএল শুরুর সম্ভাব্য সময়। আগামী ১৯ ডিসেম্বর থেকে শুরু হতে পারে এবারের আসর। আর শেষ হতে পারে ১৬ জানুয়ারি। আর প্লেয়ার্স ড্রাফটের তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।



