বিসিবি কার্যালয়ে বসেছে নতুন পরিচালকদের প্রথম সভা

নির্বাচন শেষেই নতুন বিসিবি পরিচালনা পর্ষদের প্রথম সভার থাকছে দায়িত্ব বণ্টন ও বিপিএল আয়োজনসহ দেশের ক্রিকেট উন্নয়নের পরিকল্পনা।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) |সংগৃহীত

নির্বাচন শেষেই ব্যস্ত হয়ে পড়লেন আমিনুল ইসলাম বুলবুল। দেশের ক্রিকেটকে বদলে দেয়ার যে শপথ তিনি নিয়েছেন, তা বাস্তবায়বনে করতে চান না সময় ক্ষেপন। আজই জরুরি বোর্ড সভা ডেকেছেন তিনি।

গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে ক্রিকেট বোর্ডের বহুল আলোচিত পরিচালনা পর্ষদ নির্বাচন। যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়ে সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। দ্বিতীয় মেয়াদে কাজ করবেন তিনি।

আগেরবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব পাওয়ার পর পরিকল্পনা সাজানোর খুব একটা সুযোগ পাননি আমিনুল। তবে এবার পাচ্ছেন লম্বা সময়। সাথে পুরো ২৫ সদস্যের একটা বোর্ড পাচ্ছেন তিনি।

পরিচালকদের মাঝে দায়িত্ব ভাগ করে দিতে দেরি করতে চান না আমিনুল ইসলাম। নির্বাচিত হয়েই জানিয়ে ছিলেন, পরদিনই (আজ) প্রথম সভাতেই ভাগ করে দেবেন দায়িত্ব।

মোট ২৩টি বিভাগের দায়িত্ব ভাগ করে দেয়া হবে ২৫ জনকে। সেই লক্ষ্যেই মঙ্গলবার নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হচ্ছে মিরপুরে বিসিবির প্রধান কার্যালয়ে।

দায়িত্ব বণ্টনের পাশাপাশি আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন, দেশের ক্রিকেটের সার্বিক উন্নয়ন পরিকল্পনাসহ আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় থাকবে।