বদলে গেল বিপিএল ফাইনালের সূচি

বিপিএল ফাইনালের সূচিতে পরিবর্তন এনেছে বিসিবি। পাশাপাশি প্লে-অফের তিন ম্যাচের রিজার্ভ ডে বাতিল করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

বিপিএলে সূচি বদল নতুন কিছু নয়। এবারের আসরের আগে-পরে নির্ধারিত সূচি পরিবর্তন হয়েছে বহুবার। এবার আবারো সূচিতে বদল এনেছে বিসিবি, রোববার রাতে বিজ্ঞপ্তি দিয়ে ফাইনালের সময় এগিয়ে এনেছে তারা।

আগামী ২৩ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যা ৭টার বদলে এক ঘণ্টা এগিয়ে সন্ধ্যা ৬টায় শুরু হবে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

পূর্ব ঘোষিত সূচিতে প্রতিটি শুক্রবারের সন্ধ্যার ম্যাচ ছিল ৭টায়। সেই হিসাবে ফাইনাল যেহেতু শুক্রবার, তাই এই ম্যাচটিও শুরু হওয়ার কথা ছিল একই সময়ে। তবে শেষ মুহূর্তে এসে সিদ্ধান্তে বদল আনলো বিসিবি।

এছাড়া প্লে-অফের তিন ম্যাচ নিয়েও এসেছে নতুন সিদ্ধান্ত। প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচের জন্য বরাদ্দ রিজার্ভ ডে বাতিল করে দেয়া হয়েছে।

তবে ফাইনালের জন্য পরদিন অর্থাৎ শনিবার থাকছে রিজার্ভ ডে হিসেবে।