নারী লিগে খেলা হচ্ছে না সাবিনার

আগামী ২৯ ডিসেম্বর থেকে শুরু হওয়া নারী লিগে খেলা হচ্ছে না বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়কের। সেই সময়ে বাংলাদেশ দল যে সাফ ফুটসাল খেলতে থাইল্যান্ড থাকবে।

ক্রীড়া প্রতিবেদক
সাবিনা খাতুন
সাবিনা খাতুন |ফাইল ছবি

কোচ পিটার জেমস বাটলারের সাথে দ্বন্দ্বে জড়িয়ে জাতীয় দলের বাইরে। ফলে ভুটান লিগে খেলে এসেছেন। ঢাকায় ফিরে যে লিগ খেলে ফের নিজের যোগ্যতা প্রমাণ করবেন সেই সুযোগ পাচ্ছেন না সাবিনা খাতুন।

আগামী ২৯ ডিসেম্বর থেকে শুরু হওয়া নারী লিগে খেলা হচ্ছে না বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়কের। সেই সময়ে বাংলাদেশ দল যে সাফ ফুটসাল খেলতে থাইল্যান্ড থাকবে। লিগে খেললে হয়তো বাংলাদেশ পুলিশ দলেই খেলতেন। কিন্তু ফুটসাল জাতীয় দলে থাকায় ক্লাব লিগে খেলা হচ্ছে না। জানান, পুলিশ নারী ফুটবল দলের কর্মকর্তা উপ পুলিশ কমিশনার কাজী নুসরাত এদিব লুনা।

সাবিনার মতো যারা ফুটসাল দলের হয়ে থাইল্যান্ডে খেলতে যাবেন তাদেরও খেলা হবে না লিগে।

জানুয়ারিতে থাইল্যান্ডের ব্যাংককে হবে সাফ ফুটসাল। এই দলের জন্য ক্যাম্পে আছেন সাবিনা, মাছুরা, সুমাইয়া, কুষ্ণা রানী, নওশন, নিলুফার ইয়াসমিন নীলা, মিসরাত জাহান মৌসুমী, মারজিয়ারা।