বাংলাদেশ একাদশে ফিরতে পারেন নাসুম-সাকিব

শামিম পাটোয়ারী এই ম্যাচেও থাকবেন বিশ্রামে, তার জায়গায় সুযোগ পাওয়া সাইফ হাসান খেলবেন।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ দল
বাংলাদেশ দল |ইন্টারনেট

নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে থাকলেও প্রথম ম্যাচের একাদশে জায়গা হয়নি নাসুম আহমেদের। ভালো ছন্দে থাকা সত্ত্বেও তাকে একাদশে না রাখায় প্রশ্ন উঠে ক্রিকেটপাড়ায়।

তবে আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে একাদশে দেখা যেতে পারে নাসুম আহমেদকে। রিশাদ হোসেনের জায়গায় আসতে পারেন এই বাঁ-হাতি স্পিনার। ক্রিকেটপাড়ায় এমনই আভাস পাওয়া গেছে।

এমন গুঞ্জনের কারণও আছে। শনিবার প্রথম টি-টোয়েন্টিতে বল হাতে তেমন সুবিধা করতে পারেননি রিশাদ হোসেন, রাখতে পারেননি তেমন কার্যকর ভূমিকা। ২ ওভারে ১৬ রান দিয়ে ছিলেন উইকেট শূন্য।

একাদশে পরিবর্তন আসতে পারে আরো একটি, শরিফুল ইসলামকে বিশ্রাম দেয়া হতে পারে। তার জায়গায় ফিরতে পারেন তানজিম সাকিব। বাঁ-হাতি এই পেসার ৪ ওভারে ৩০ রান দিয়েছিলেন প্রথম ম্যাচে।

অন্য জায়গাতে তেমন পরিবর্তনের আভাস নেই। বাকিরা মাঠে নামবেন জায়গা ধরে রেখেই। শামিম পাটোয়ারী এই ম্যাচেও থাকবেন বিশ্রামে, তার জায়গায় সুযোগ পাওয়া সাইফ হাসান খেলবেন আজও।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান, লিটন দাস, জাকের আলী, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও তানজিম সাকিব।