আইপিএল নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে মোস্তাফিজ

এখন পর্যন্ত আইপিএলে পাঁচ দলে খেলেছেন মোস্তাফিজ। সর্বশেষ দিল্লি ক্যাপিটালসের হয়ে গত মৌসুমে খেলেছিলেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
মোস্তাফিজুর রহমান
মোস্তাফিজুর রহমান |সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন নিলামে সর্বোচ্চ দু’ কোটি টাকা ভিত্তিমূল্যে আছেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমান।

মোস্তাফিজসহ সর্বোচ্চ দু’ কোটি টাকার ভিত্তিমূল্যে মোট ৪৫ জন খেলোয়াড়ের জায়গা হয়েছে। এরমধ্যে মাত্র দু’জন ভারতের। তারা হলেন–ভেঙ্কটেশ আইয়ার ও রবি বিষ্ণোই।

এখন পর্যন্ত আইপিএলে পাঁচ দলে খেলেছেন মোস্তাফিজ। সর্বশেষ দিল্লি ক্যাপিটালসের হয়ে গত মৌসুমে খেলেছিলেন তিনি।

আইপিএলে ৬০ ম্যাচ খেলে ৬৫ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। আইপিএলে নিজের প্রথম মৌসুমে সানরাইজার্স হায়দারাবাদের হয়ে ১৬ ম্যাচে ১৭টি উইকেট নিয়েছিলেন তিনি। ওই আসরে শিরোপা জিতেছিল হায়দারাবাদ।

দুর্দান্ত বোলিং পারফরমেন্সের সুবাদে ওই আসরে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন মোস্তাফিজ।