এক বছরে সর্বোচ্চ রান তানজিদের, কার রেকর্ড ভাঙলেন

এ বছরে সর্বোচ্চ রানের তালিকায় তৃতীয় স্থানে আছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ২১ ইনিংসে ৫৬৪ রান করেছেন তিনি। চার ফিফটিতে তার গড় ২৯.৬৮ এবং ১৩২.৭০।

নয়া দিগন্ত অনলাইন
তানজিদ হাসান তামিম
তানজিদ হাসান তামিম |সংগৃহীত

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এক বছরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন বাঁ-হাতি ব্যাটার তানজিদ হাসান তামিম। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন আরেক বাঁ-হাতি ব্যাটার মোহাম্মদ নাইম।

গতরাতে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৮ বলে ৬১ রানের ইনিংস খেলার পথে নাইমের রেকর্ড দখলে নেন তানজিদ।

চলতি বছর ২৩ ম্যাচের ২৩ ইনিংসে ৬২২ রান করেছেন তানজিদ। ৬টি হাফ-সেঞ্চুরিতে ২৯.৬১ গড় এবং ১৩৫.২১ স্ট্রাইক রেটে এই রান করেন তিনি। ৪৯টি চার ও ৩৪টি ছক্কাও মেরেছেন তিনি।

২০২১ সালে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন নাইম। ২৬ ইনিংসে ৩টি অর্ধশতকে ৫৭৫ রান করেছিলেন তিনি। ওই বছর ২৩.০০ গড়ের সাথে ১০০.৩৪ স্ট্রাইক রেট ছিল তার।

এ বছরে সর্বোচ্চ রানের তালিকায় তৃতীয় স্থানে আছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ২১ ইনিংসে ৫৬৪ রান করেছেন তিনি। চার ফিফটিতে তার গড় ২৯.৬৮ এবং ১৩২.৭০।

২০২২ সালে ৫৪৪ করেছিলেন লিটন।