দেশে ফিরছেন ‘ইতিহাস গড়া’ নারী ফুটবলাররা, রাত আড়াইটায় দেয়া হবে সংবর্ধনা

স্বপ্ন সত্যি করায় আফিদা-ঋতুপর্ণাদের নিয়ে উন্মাদনার শেষ নেই। দেশের ফুটবলে বইছে আনন্দের জোয়ার।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ নারী ফুটবল দল
বাংলাদেশ নারী ফুটবল দল |ইন্টারনেট

স্বপ্নের মতো সফর শেষে আজ রোববার দেশে ফিরছেন আফিদা-ঋতুপর্ণারা। রাতে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবেন ইতিহাস গড়া নারী ফুটবলাররা। যেখানে তাদের বরণ করে নেয়ার পর দেয়া হবে সংবর্ধনা।

বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে। শক্তিশালী সব প্রতিপক্ষকে উড়িয়ে ছুয়েছে স্বপ্ন।

স্বপ্ন সত্যি করায় আফিদা-ঋতুপর্ণাদের নিয়ে উন্মাদনার শেষ নেই। দেশের ফুটবলে বইছে আনন্দের জোয়ার। এমতাবস্থায় অদম্য এই নারীদের সংবর্ধনা দেয়ার পরিকল্পনা নিয়েছে বাফুফে।

তবে অবিশ্বাস্য হলেও সত্য, ইতিহাস গড়া দলটির সংবর্ধনার সময় নির্ধারণ করা হয়েছে রোববার দিবাগত রাত আড়াইটায়! সংবর্ধনা আয়োজন হবে রাজধানীর হাতিরঝিল এম্ফিথিয়েটারে।

বাফুফে জানিয়েছে, মিয়ানমার থেকে বাংলাদেশ নারী দল আজ সন্ধ্যা ৭টায় ঢাকার উদ্দেশে রওনা হবে। রাত ৯টায় দলটি পৌঁছাবে ব্যাংকক। সেখান থেকে ১১টা ৫০ মিনিটে উড়াল দিয়ে ঢাকা পৌঁছাবে রাত ১টা ২৫ মিনিটে।

ছয় ঘণ্টা ভ্রমণ শেষে আফিদা-মনিকারা ঢাকায় নামার সোয়া ঘণ্টা পর রাত আড়াইটায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে! এত রাতে সংবর্ধনা আয়োজন নিয়ে তাই ফুটবল পাড়ায় শুরু হয়েছে সমালোচনা।

বাফুফে সভাপতি তাবিথ আওয়াল এই প্রসঙ্গে বলেন, যদিও গভীর রাত হবে। আমরা মনে করি তাৎক্ষণিক ওদের সংবর্ধনা দেয়া উচিত। সাথে আর্থিক পুরস্কারের ব্যবস্থাও করব।’

এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশ নারী ফুটবল দল শক্ত গ্রুপেই পড়েছিল। র‍্যাঙ্কিং, শক্তিমত্তা বা পরিসংখ্যান; সব দিকেই ঢের এগিয়ে ছিল প্রতিপক্ষ। তবে ছেড়ে কথা বলেনি বাংলার মেয়েরা।

বাহরাইনকে ৭-০ গোলে, মিয়ানমারকে ২-১ গোলে ও শেষ ম্যাচে ততুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়ে এশিয়ান কাপে খেলা নিশ্চিত করে বাংলাদেশ। অথচ আগের আসরগুলোতে বাংলাদেশ একটি ম্যাচও জেতেনি।