মিরপুরে রচিত হলো ইতিহাস। ওয়ানডে ক্রিকেটের ৫৪ বছরের অধ্যায়ে যা ঘটেনি, তাই ঘটলো আজ। বাংলাদেশের বিপক্ষে পুরো স্পিনারদের দিয়ে পুরো ৫০ ওভার বল করিয়ে ‘অদ্ভুত’ রেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজ।
১৯৭১ সাল থেকে শুরু হওয়া আন্তর্জাতিক ওয়ানডেতে আর কোনো দল কখনো ৫০ ওভার স্পিনার দিয়ে বোলিং করায়নি। স্পিনারদের দিয়ে সর্বোচ্চ ৪৪ ওভার করার রেকর্ড ছিল শ্রীলঙ্কার, ১৯৯৬ ও ১৯৯৮ সালে।
ত্রিনিদাদে ১৯৯৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ও কলম্বোতে ১৯৯৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৪ ওভারে স্পিন বোলার দিয়ে করিয়েছিল লঙ্কানরা। এবার সেই রেকর্ড ভেঙে দিয়ে বিশ্বরেকর্ড গড়ল ক্যারিবীয়রা।
এমনই এক রেকর্ড গড়েছেন যা ভাঙার কোনো সম্ভাবনা নেই, কেবল ছোঁয়াই সম্ভব। এছাড়া গোদাকেশ মোতি, আকিল হোসেইন, খ্যারি পিয়েরে, রোস্টন চেজ ও অ্যালিক আথানেজ মিলে ‘ফিফটি’ করার পথে গড়েছেন আরো বেশকিছু রেকর্ড।
আগে কখনো এতো ওভার তো বটেই, ৩৫ ওভারও স্পিনারদের দিয়ে করায়নি ক্যারিবীয়রা। এর আগে ২০০১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ ৩৪ ওভার স্পিনার দিয়ে বোলিং করিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।
শুধু তাই নয়, ওয়ানডে ইতিহাসে প্রথমবার পাওয়ার প্লের পুরো ১০ ওভার স্পিনার ব্যবহার করল ওয়েস্ট ইন্ডিজ। স্পিন নির্ভর মাঠ হলেও মিরপুর স্টেডিয়ামে এই প্রথম কোনো ওয়ানডেতে প্রথম ১০ ওভার স্পিনাররাই করলেন।
এক ইনিংসে সবচেয়ে বেশি বোলিংয়ের রেকর্ডটা তো হয়েই গেল। এক ম্যাচের রেকর্ডটাও ভাঙতে পারে আজ। এক ম্যাচে স্পিনারদের দিয়ে সর্বোচ্চ ওভার করানোর রেকর্ডটা ডাকছে হাতছানি দিয়ে।
ওয়ানডেতে এক ম্যাচে স্পিনাররা সর্বোচ্চ ৭৮.২ ওভার বোলিং করেছেন। ২০১৯ সালে দেরাদুনে আফগানিস্তান-আয়ারল্যান্ড ম্যাচে। আজ বাংলাদেশের স্পিনাররা ২৮.৩ ওভার বোলিং করলেই ভেঙে যাবে সেই রেকর্ড।



