জাতীয় দলে হয়তো নেই, তবে ব্যস্ততার শেষ নেই সাকিব আল হাসানের। ক্যারিয়ারের শেষ দিকে এসে একের পর এক ফ্রাঞ্চাইজি লিগে জড়িয়ে যাচ্ছেন তিনি। যার ধারাবাহিকতায় এবার নাম লেখালেন সিপিএলে।
ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বেশ পরিচিত মুখ সাকিব আল হাসান। ২০১৩ সাল থেকে বিভিন্ন দলের হয়ে খেলে আসছেন তিনি। তবে নানা কারণে দল পেয়েও খেলা হয়নি গত দু’আসরে।
তবে ফের তাকে দেখা যাবে সিপিএলে। ২০২৫ আসরের জন্য ড্রাফট থেকে সাকিবকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স। দলটার অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার সাকিব আল হাসান।
জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজে পা রেখেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। দু’বছরের বিরতিতে আবারো সিপিএল খেলতে মুখিয়ে আছেন তিনি।
ইংল্যান্ডে কয়েকদিনের অনুশীলন শেষে বাংলাদেশ সময় ১২ জুলাই রাতে অ্যান্টিগায় পৌঁছেছেন তারকা এই অলরাউন্ডার। সেখানে পৌঁছে অ্যান্টিগার প্রকাশিত এক ভিডিওতে সাকিব নিজের ভালোলাগা প্রকাশ করেন।
সাকিব বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজে ফিরতে পেরে ভালো লাগছে। আমি অ্যান্টিগা দলে যোগ দিলাম, তারা আমাকে দলে নিয়েছে। আমি বেশ রোমাঞ্চিত ও সিপিএলে খেলতে মুখিয়ে আছি। আমি বেশ কয়েকটা দলের হয়ে সিপিএলে খেলেছি।’
নিজেদের দল ও টিম ম্যানেজমেন্ট নিয়ে বেশ রোমাঞ্চিত সাকিব। তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা একটা ভালো দল পেয়েছি। শুধু মাঠের ভেতরে না মাঠের বাইরের দিক থেকেও ভালো একটা দল পেয়েছি।’
‘পল নিক্সন, স্যার কার্টলি অ্যামব্রোসের মতো মানুষরা ড্রেসিংরুম শেয়ার করবে। আমাদের দলে তরুণ ও অভিজ্ঞতার একটা মিশেল আছে। আমরা যদি এটাকে কাজে লাগাতে পারি তাহলে ভালো একটা টুর্নামেন্ট হবে।’
অ্যান্টিগার নর্থ সাউন্ড এলাকার স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামকে হোম ভেন্যু হিসেবে পাচ্ছেন সাকিব-ইমাদ ওয়াসিমরা। ফলে স্যার ভিভ রিচার্ডের সাথে দেখা করতে মুখিয়ে আছেন সাকিব।
সাকিব বলেন, ‘আপনি এখানে অনেক গ্রেট ক্রিকেটারদের পাবেন। স্যার ভিভিয়ান রিচার্ড তাদের একজন। আশা করছি তার সাথে দেখা হবে। সে আমাদের ড্রেসিংরুমে আসবে এবং তার অভিজ্ঞতাগুলো শেয়ার করবে।’
উল্লেখ্য, আগামীকাল (১৪ আগস্ট) থেকে ছয় দলের অংশগ্রহণে মাঠে গড়াবে সিপিএলের নতুন আসর। ২১ সেপ্টেম্বর ফাইনাল দিয়ে যার পর্দা নামবে। গ্রুপ পর্বসহ সবমিলিয়ে খেলা হবে ৩৪টি ম্যাচ।
গ্রুপ পর্বে প্রতিটি দল ১০টি করে ম্যাচ খেলবে। যেখানে আসরের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে সাকিবের দল। অ্যান্টিগাতেই ফ্যালকন্সের প্রতিপক্ষ সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।