ওয়ানডে ফরম্যাটে এনসিএল চালুর কথা ভাবছে বিসিবি

উদ্বোধনী অনুষ্ঠানে বিসিবি কর্মকর্তা, জাতীয় দলের সাবেক অধিনায়কসহ এনসিএল দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

নয়া দিগন্ত অনলাইন
কথা বলছেন আমিনুল ইসলাম বুলবুল
কথা বলছেন আমিনুল ইসলাম বুলবুল |সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) টি-টোয়েন্টিতে সাফল্যের পর এবার ওয়ানডে ফরম্যাট চালু করার কথা ভাবা হচ্ছে।

রাজধানীর একটি হোটেলে এনসিএল টি-টোয়েন্টি ২০২৫-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বুলবুল আরো বলেন, এনসিএল ওয়ানডে লিস্ট ‘এ’ টুর্নামেন্ট হিসেবে বিবেচিত হবে।

বুলবুল বলেন, ‘ওয়ানডে ফরম্যাটে এ টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা আমাদের আছে। এনসিএল টি-টোয়েন্টিতে বড় সাফল্য ছিল। ওয়ানডে ফরম্যাটকে লিস্ট ‘এ’ টুর্নামেন্ট হিসেবে বিবেচনা করা হবে।’

স্বাভাবিকভাবেই দেশের প্রথম শ্রেণীর টুর্নামেন্ট এনসিএল। গত বছর প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাট চালু করে বিসিবি। শুধু সিলেটের ভেন্যুতে হওয়া এই প্রতিযোগিতা ভালো সাড়া ফেলেছে।

গত আসরের সাফল্যের পর দ্বিতীয়বারের মতো এনসিএল টি-টোয়েন্টি আয়োজন করতে যাচ্ছে বিসিবি। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে এ টুর্নামেন্ট।

কেবল স্থানীয় খেলোয়াড়দের নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টে এবার রাজশাহী এবং বগুড়া নতুন দুই ভেন্যু হিসেবে যুক্ত হয়েছে।

অংশগ্রহণকারী দলগুলো ফিটনেস পরীক্ষা শেষে আজ থেকে অনুশীলন শুরু করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিসিবি কর্মকর্তা, জাতীয় দলের সাবেক অধিনায়কসহ এনসিএল দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, তরুণ ক্রিকেটাররা বিনামূল্যে এনসিএল টি-টোয়েন্টি খেলা দেখতে পারবেন। বিসিবি প্রতিটি ম্যাচের জন্য ২ শ’ থেকে ৩ শ’ টিকিট বিনামূল্যে দেবে।