জয়ের ধারা ধরে রাখল বাংলাদেশ

বৃষ্টি আইনে ৩৯ রানের জয় পেয়েছে জুনিয়র টাইগাররা।

নয়া দিগন্ত অনলাইন
কলম্বোয় তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে যুবারা
কলম্বোয় তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে যুবারা |সংগৃহীত

জয়ের ধারা ধরে রাখল বাংলাদেশ। হার দিয়ে সিরিজ শুরু করলেও টানা দু’ জয়ে এগিয়ে গেল সিরিজে। কলম্বোয় তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে যুবারা।

শ্রীলঙ্কায় ছয় ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের বিপক্ষে খেলছে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল। বুধবার (৩০ এপ্রিল) সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় দু’ দল। যেখানে বৃষ্টি আইনে ৩৯ রানের জয় পেয়েছে জুনিয়র টাইগাররা।

কলম্বোয় কয়েক দফার বৃষ্টিতে নির্ধারিত ওভার শেষ হবার আগেই শেষ হয় বাংলাদেশের ইনিংস। ২ উইকেটে ১৪৪ রান করতে পারে জুনিয়র টাইগাররা। তবে বৃষ্টি আইনে শ্রীলঙ্কার সামনে লক্ষ্য দাঁড়ায় ২৮ ওভারে ১৯৮ রান।

জবাবে ২২ ওভারে ৭ উইকেটে শ্রীলঙ্কা ১০২ রান করার পর ফের বৃষ্টি নামে। শেষ পর্যন্ত আর মাঠে বল গড়ায়নি। বৃষ্টি আইন অনুযায়ী ২২ ওভারে শ্রীলঙ্কার করতে হতো ১৬০ রান। তবে সেই সমীকরণ থেকে তারা দূরে ছিল ৪০ রান।

এর আগে, বৃষ্টিতে খেলা ঘণ্টাখানেক পর শুরু হওয়ায় প্রথমেই একবার কমে আসে ম্যাচের দৈর্ঘ্য, খেলা শুরু হয় ৪৫ ওভারে। যেখানে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন আজিজুল হাকিম তামিম।

তবে বারবার বৃষ্টি বাগড়ায় ২৮ ওভারের বেশি খেলতে পারেনি বাংলাদেশ। ওপেনার আবরার সিদ্দিকী এই ম্যাচেও ভালো করতে পারেননি। তবে জাওয়াদ আবরার ও আজিজুল হাকিম মিলে ধরেন হাল।

জাওয়াদ ৩৮ রান করে ফিরলেও আজিজুল অপরাজিত থাকেন ৬৭ রানে। সাথে ২৪ রানে অপরাজিত থাকেন রিজান। রান যখন ২ উইকেটে ১৪৪; ফের বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টি আইনে লঙ্কান যুবারা পায় ১৯৮ রানের।

রান তাড়া কর‍তে নেমে আল ফাহাদ আর ইকবাল হাসান ইমনের পেস তোপে শুরুতেই মহাবিপদে পড়ে শীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। ১১ রানে দুই উইকেট, ৬৮ রানে মাথায় লঙ্কানরা হারায় তাদের ৬ষ্ঠ উইকেট।

১০৭ রানে হয় ৭ম উইকেটের পতন। চার ব্যাটারই আউট হন ০ রানে। বাকিদের মাঝে রামিরু পেরেরা ২১, সেনুজা নিন্দুওয়ারা ১৭ ও চামিকা হীনাতিগালা ১৬ রান করেন। সর্বোচ্চ ৩২ রান করেন কাভিজা গামাগে।

বাংলাদেশের হয়ে ফাহাদ ও আজিজুল হাকিম দু’টি করে উইকেট নেন। ইকবাল হোসেন ইমন, সামিউন বশির ও ফারহান শাহরিয়ার পান একটি করে উইকেট।

এর ফলে ৬ ম্যাচের সিরিজের দু’টি জিতে বাংলাদেশ ২-১ ব্যবধানে এগিয়ে গেল।