তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হলেও প্রথম দুই টি-টোয়েন্টিতে আগে ব্যাট করার সাহস করতে পারেনি বাংলাদেশ। টসে জিতেও নিয়েছিল ফিল্ডিং। তবে তৃতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে হচ্ছে টাইগারদের।
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। বুধবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হয়েছে খেলা। যেখানে টসে হেরে আগে ব্যাট করছে টাইগাররা।
প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ, আজ টাইগাররা মাঠে নামছে ধবলধোলাইয়ের লক্ষ্যে। নেদারল্যান্ডসের বিপক্ষে ৩-০ তে সিরিজ জয়ের লক্ষ্য লিটন বাহিনীর।
এই ম্যাচে তাই বাংলাদেশের একাদশে এসেছে পাঁচ পরিবর্তন। ফিরেছেন অসুস্থতার কারণে প্রথম দুই ম্যাচ খেলতে না পারা শামিম পাটোয়ারী। ফেরানো হয়েছে নুরুল হাসান সোহানকে।
তা ছাড়া মোহাম্মদ সাইফুদ্দীনও সিরিজে প্রথমবার সুযোগ পেয়েছেন একাদশে। ফিরেছেন শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।
তারা ফেরায় বিশ্রামে গেছেন দুই ওপেনার পারভেজ ইমন, তানজিদ তামিমসহ তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শেখ মেহেদী।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, জাকের আলী, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব।