দুই বছর পর ফিরলেন সিপিএলে, তবে প্রথম ম্যাচটা রাঙাতে পারলেন না সাকিব আল হাসান। ব্যাটে-বলে বিবর্ণ ছিলেন তিনি, করতে পারেননি প্রত্যাশা পূরণ। হেরেছে তার দলও।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ত্রয়োদশ আসরের উদ্বোধনী ম্যাচে সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টসের কাছে ৬ উইকেটে হেরেছে সাকিব আল হাসানের অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকনস।
শুক্রবার ভোরে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৭.১ ওভারে ১২১ রানে গুটিয়ে যায় সাকিবের অ্যান্টিগা। যেখানে একাই ৩৪ বলে ৬১ রান করেন করিমা গোর।
ছোট এই লক্ষ্য তাড়া করতে জেসন হোল্ডার–রাইলি রুশো–এভিন লুইসদের বেশি সময় লাগেনি, সেন্ট কিটস ৫ ওভার বাকি থাকতেই নিশ্চিত করে জয়। রাহকিম কর্নওয়াল নেন ২ উইকেট।
টস হেরে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে ৪ রান তুলতেই জুয়েল অ্যান্ড্রুকে হারায় অ্যান্টিগুয়া। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। কর্নওয়াল ৩ ও জন জ্যাকবস করেন ১ রান।
পাঁচে নামা ফ্যাবিয়ান অ্যালেনের ব্যাটে আসে ১০ বলে ১২ রান। যা ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ। আর ছয়ে নেমে সাকিব আল হাসান করেন ১৬ বলে ১১ রান। ইনিংসে ছিল না কোনো বাউন্ডারি।
সমান ১৩ বলে ১১ রান করেন ইমাদ ওয়াসিম। ওবেদ ম্যাকয় শেষ দিকে ৬ বলে করেন অপরাজিত ১০ রান। ৪ উইকেট নেন ওয়াকার সালামখিল। ২টি করে উইকেট নেন ফারুকী ও নাসিম শাহ।
জবাবে ভালো শুরু পায় সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টস। এভিন লুইস ঝড়ো শুরু করলেও ইনিংস বড় হয়নি, ১৩ বলে ২৫ রান করে ওবেদ ম্যাকয়ের বলে সাকিবের তালুবন্দী হন লুইস।
আরেক ওপেনার আন্দ্রে ফ্লেচার অবশ্য ধীরেই খেলেন, ২৬ বলে ১৯ রান করে তিনি আউট হন। এরপর কাইল মেয়ার্স ১৫ আর রাইলি রুশো রানের খাতাই খুলতে পারেননি।
তবে অ্যালিক অ্যাথানাজে ও জেসন হোল্ডারের জুটিতে ম্যাচ জিতে যায়। ৩১ বলে ৪৯ রানের জুটি গড়েন তারা। অ্যালিক ২৮ বলে ৩৭ ও হোল্ডার ১৪ বলে ১৮ রানে অপরাজিত ছিলেন।
সাকিব এক ওভার বোলিং করে ৬ রান দেন। কর্নওয়াল তিন ওভারে ১৯ রান দিয়ে নেন দুইটি উইকেট। এএম গাজানফার ও ওবেদ ম্যাককয় একটি করে উইকেট নেন।