বাংলাদেশ ক্রিকেটে সাকিব-তামিমকে মিস করেন মইন আলী

এবার তিনি ব্যস্ত আছেন বিপিএলে। সেখানে আজ তিনি কথা বললেন বাংলাদেশ ক্রিকেট নিয়ে।

নয়া দিগন্ত অনলাইন
মইন আলী
মইন আলী |সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসান ও তামিম ইকবালের অভাব অনুভব করছেন মইন আলী। সাবেক এই ইংলিশ অলরাউন্ডারের মতে, বাংলাদেশ ক্রিকেটে কেবল তারাই ছিলেন বিশ্বমানের। যা এখন আর নেই।

মইন আলী আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন বেশ কিছুদিন আগে। তবে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে দাপট দেখিয়েই চলছেন তিনি। এবার তিনি ব্যস্ত আছেন বিপিএলে। সেখানে আজ তিনি কথা বললেন বাংলাদেশ ক্রিকেট নিয়ে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট টাইটান্সের হয়ে খেলতে এসেছেন মইন আলী। এর আগেও বিপিএলে কয়েকবার খেললেও এবার প্রথম খেলছেন ‘শ্বশুরবাড়ি’ সিলেটের হয়ে। খেলার ফাঁকে আজ (শনিবার) তিনি মুখোমুখি হন গণমাধ্যমের।

যেখানে সাকিব-তামিমকে টেনে আনেন মইন। তাদের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘আগে বাংলাদেশের ২-৩ জন বিশ্বমানের ক্রিকেটার ছিল। সাকিব- তামিম, দুজনেই বড় মাপের ছিলেন’

‘শুধু বিশ্বমানের ক্রিকেটারই না, তারা দুর্দান্ত ক্যারেক্টার ছিলেন। তারা লড়াকু ছিলেন। বাংলাদেশ ভাগ্যবান যে তাদের মতো দুজন ক্রিকেটারকে বছরের পর বছর পেয়েছে,’ যোগ করেন মইন।

সাকিব-তামিমের বিদায়ের পর বাংলাদেশে আর বিশ্বমানের ক্রিকেটার তৈরি হয়নি বলে মনে করেন মইন। তিনি বলেন, ‘বাংলাদেশে এখনো ভালো ক্রিকেটার আছে। কিন্তু বিশ্বমানের নেই। এটাই বাংলাদেশের সমস্যা।’

তবে আলোচনায় থাকা মোস্তাফিজুর রহমানকে বিশ্বমানের ক্রিকেটারদের মর্যাদার মনে করেন মইন। তবে সাকিব-তামিমদের সময়ে যে দলীয় সমর্থনটা ছিল, তা মোস্তাফিজ পুরোপুরি পাবেন না বলেও মনে করেন তিনি।

মইন বলেন, ‘ফিজ বিশ্বমানের ক্রিকেটার। কিন্তু সেই সময়ে যারা খেলত দলে, আপনার সাকিব-তামিমের মতো ক্যারেক্টার ও লড়াকু খেলোয়াড় প্রয়োজন। বাংলাদেশ সেটারই অভাব বোধ করছে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটের উন্নতি হলেও মানসিক দিক থেকে আগের জায়গায়ই রয়ে গেছে টাইগাররা। বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হয়েছে কিন্তু সেই অর্থে উন্নতি হয়নি। বিশেষ করে মানসিক দিক থেকে।’