ডাম্বুলায় ঝড় উঠেছিল গতরাতে। অবিস্মরণীয় এক ম্যাচের সাক্ষী হয়েছে ক্রিকেট বিশ্ব। চার-ছক্কার ঝড়ে রোমাঞ্চকর লড়াই শ্রীলঙ্কা-পাকিস্তান। যেখানে শেষ হাসি স্বাগতিকদেরই, ১৪ রানের জয় পেয়েছে তারা।
ডাম্বুলায় রোববার শ্রীলঙ্কা-পাকিস্তান সিরিজের তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিটা বৃষ্টির কারণে হয়ে যায় ১২ ওভারের ম্যাচ। যেখানে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৬০ রান তুলে ইনিংস শেষ করে শ্রীলঙ্কা।
রান তাড়ায় তাই অবিশ্বাস্য কিছু করতে হতো পাকিস্তানকে। সেই পথেই ছিল তারা। শেষ ওভারে করতে হতো ২০ রান, হাতে ছিল ৩ উইকেট। কিন্তু এই সমীকরণ আর মেলাতে পারেনি। ৮ উইকেট হারিয়ে করে ১৪৬ রান।
তাতে প্রায় ১৪ বছরের ঘরের মাঠে টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারাল শ্রীলঙ্কা। অন্যদিকে এই জয়ে তিন ম্যাচের সিরিজটা ১-১ ব্যবধানে ড্র করল তারা। সিরিজের প্রথম ম্যাচে জিতেছিল পাকিস্তান, পরের ম্যাচ পরিত্যক্ত হয় বৃষ্টিতে।
প্রকৃতির বাধায় ১২ ওভারে নেমে আসা ম্যাচে দু’দল মিলে ২৭ চারের সাথে মারল ১৮টি ছক্কা। সব মিলিয়ে ১৪ চারের সাথে ১০টি ছক্কা মারেন লঙ্কানরা। অন্যদিকে ১৩ চার ও ৮ ছক্কা হাঁকায় পাকিস্তানিরা।
শ্রীলঙ্কার ইনিংসে ৯ বলে সর্বোচ্চ ৩৪ রান করেন দাসুন শানাকা। হাঁকান ৫ ছক্কা। এছাড়া কুশল মেন্ডিস ১৬ বলে ৩০, জানিত লিয়ানগে ৮ বলে ২২, ধনাঞ্জয়া ডি সিলভা ১৫ বলে ২২ ও কামিল মিশারা ৮ বলে করেন ২০ রান।
রান তাড়ায় দ্রুত সাইম আইয়ুব ও সাহিবজাদা ফারহানকে হারায় পাকিস্তান। তবে তিনে নেমে তাণ্ডব চালান সালমান আগা। ৫ চার ও ৩টি ছক্কায় ১২ বলে ৪৫ রানের ইনিংস খেলেন পাকিস্তান অধিনায়ক।
টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের হয়ে অন্তত ১০ বল বা অন্তত ৩০ রানের ইনিংসে এটি সর্বোচ্চ স্ট্রাইক রেট। এরপর মোহাম্মদ নাওয়াজ ১৫ বলে ২৮ ও অভিষিক্ত খাজা নাফে ১৫ বলে ২৬ রানের ইনিংস খেলেন।
তাতে শেষ ওভার পর্যন্ত বেঁচে থাকে পাকিস্তানের জয়ের আশা। কিন্তু শেষ পর্যন্ত আর কঠিন সমীকরণ মেলাতে পারেনি সফরকারীরা। শ্রীলঙ্কার পক্ষে ৪ উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।



