সিলেট পর্ব দিয়ে বিপিএলের পর্দা ওঠার কথা ছিল এবার। ফলে অনেকেই আশায় ছিলেন ২০১৭ সালের পর আবারো সিলেটে বিপিএলের প্রথম পর্ব দেখার। যদিও তেমনটা হচ্ছে না। ঢাকাতেই গড়াবে উদ্বোধনী ম্যাচ।
আগেই জানা গেছে বিপিএলের এবারের আসরের পর্দা উঠছে ২৬ ডিসেম্বর থেকে। এর আগে গত ৩০ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে বিপিএলের নিলাম। সেখান থেকে প্রতিটি দলই নিজেদের গুছিয়ে নিয়েছে ইতোমধ্যেই।
শোনা গিয়েছিল সিলেটে অনুষ্ঠিত হবে প্রথম পর্বের খেলা। তবে আবাসন সমস্যায় তা আর হচ্ছে না। সিলেটে পর্যাপ্ত হোটেল ফাঁকা না পাওয়ায় বাধ্য হয়েই ঢাকায় বিপিএল শুরু করতে হচ্ছে আয়োজকদের।
ঢাকা পর্ব দিয়েই শুরু হতে যাচ্ছে এবারের বিপিএল। প্রথম চার দিন খেলা হবে ঢাকায়। এরপর সিলেট, চিটাগং এবং এরপর আবার ঢাকায় ফিরবে বিপিএল। যদিও এখনো চূড়ান্ত ঘোষণা দেয়নি বিপিএলের আয়োজকরা।



